মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ৫৬- বিশ্বসুন্দরী

শিশু আন্দ্রেই তার বড় ভাইকে বলছে:
—প্লিজ, মার কাছে সিনেমার পয়সা চাও।
—তুই চা না! মা তো শুধু আমার না, তোরও।
—তা বটে, তবে তার সঙ্গে তোমার সম্পর্ক তো আমার চেয়ে অনেক বেশি দিনের, ঠিক না?
--------------------------------------

তন্বী বলছে বড় আপুকে, ‘আপু, তুই সব সময় আব্বুর কাছে নিজের জন্য চাস। আমার জন্য কিছুই চাস না।’
বড় আপু: ওমা! কই, চাই তো!
তন্বী: কী চাস?
বড় আপু: তোর খুব হ্যান্ডসাম আর বড়লোক একজন দুলাভাই!
---------------------------------------

বড় ভাইকে বেহালা বাজিয়ে শোনাচ্ছিল শোভন।
: কেমন লাগল?
: তোকে রেডিওতে বাজানোর সুযোগ দেওয়া উচিত।
: তার মানে বলছ ভালো বাজিয়েছি?
: না! রেডিওতে বাজালে আমি ওটা বন্ধ করে দিতে পারতাম, যেটা এখন পারছি না।
------------------------------

বড় বোন : আচ্ছা, আমি যখন গান করি তখন তুই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস কেন?
ছোট বোন : আমি যে গান গাচ্ছি না সেটা অন্যদের বোঝানোর জন্য।
-----------------------------

ছোট বোন : আচ্ছা আপু আমি কি খুব সুন্দরী?
বড় বোন : কেন?
ছোট বোন : সাজলে নাকি আমাকে খুব সুইট লাগে।
বড় বোন : এই মিথ্যা কথা তোকে কে বলেছে?
ছোট বোন : দুলাভাই তো বলল আমি নাকি তার চোখে বিশ্বসুন্দরী।