মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১২- গুণবতী

>: তুই এমন মেয়ের সাথে প্রেম কিভাবে করিস? তোর লজ্জা লাগেনা? -অনেকটা বিরক্ত নিয়ে আমায় প্রশ্ন করল রাকিব।
#:কেন? নিশি কি খুব খারাপ? -কিছুটা কঠোরভাবে পাল্টা প্রশ্ন করলাম রাকিব কে।
>:তুই কেন এমন? কি পেয়েছিস ঐ বিশ্রী মেয়েটার মাঝে।
#: মুখ সামলে কথা বল রাকিব। আমি ওকে ভালবাসি।
>: তাতো সবাই জানে। কিন্তু এত্ত মেয়ে থাকতে ঐ মেয়েটা কেন? তোর জন্য বন্ধু সমাজে চলা যাবেনা। তুই জানিস তুই আর নিশি এক সাথে থাকলে কেউ তোদের কাছে আসতে চায়না?
#: হুম ভাল করেই জানি। তাই বলে কি আমি আমার প্রেম বাদ দিব?
>: দে দোস্ত প্লিজ। তোর এত সুন্দর চেহারা। তোর ভবিষ্যত ভাবলে আমাদের খুব কষ্ট হয়। তুই তো নিশি ছাড়া কিছুই ভাবতে পারিস না। তোর কাছে ওকে মানায় না। সে একটা বিশ্রী মেয়ে।
.
এই কথা শোনার সাথে সাথেই রাকিবের গালে কষে একটা থাপ্পড় মেরে চলে আসলাম। দরকার কি এমন বন্ধুর যে মনের কথা বোঝেনা! ভালবাসার মানে সে কি বুঝবে!
-------------+++++-------------
নিশি আমার ভালবাসার মানুষ। আমি নিজেও জানিনা কেন এত বেশি ভালবাসি। শুধু জানি তাকে আমার চাই।
রং নাম্বারে নিশির সাথে পরিচয় অতঃপর প্রেম। গভীর ভালবাসায় জড়িয়ে গেলাম। তখনো তাকে দেখিনি। যখন জানলাম আমরা একই এলাকায় থাকি তখন দেখা করলাম। আমার একটুও কষ্ট লাগেনি কিন্তু আমার বন্ধুরা বাধ সাধল। এই মেয়ে নাকি আমার মোটেও যোগ্য নয়। সবাই বলল নতুন কারো সাথে প্রেম করতে আর নিশিকে সরাসরি না করে দিতে। কিন্তু আমার মন কিছুতেই তা চায়নি। কারন ততো দিনে আমি নিশির অনেক গুনের কথা জেনেছি। ভদ্র, শান্ত, কোমল মনের অধিকারিণী। অনেক দোষ ও ছিল। তথাকথিত মডার্ন নয়, পার্লারে যায়না, বেশি নামাজ পড়ে, কোরান পড়তে পারে, বেশি ফ্রি না, এই গুলো তার মহা দোষ।
তবে তার নামটাই বলে দেয় তার সবচেয়ে বড় দোষের কথা। বেশ কালো বলেই হয়ত তার নাম রাখা হয়েছে নিশি। আমার বন্ধুদের অভিযোগ এই খানেই। কালো মেয়ের সাথে প্রেম ও বিয়ে করে জিবনটা কেন নষ্ট করব?
------------++++---------------
কেন? কালো কোন মেয়েকে ভালবাসলে সেটা কি মহাপাপ? নাকি সুন্দরী মেয়েদের মত দেহটা বিলিয়ে দেয়না বলে সে কম দামি?
নিশি তুমি শুনে রেখ-----
রূপের জৌলুশ তোমার নেই, কিন্তু তুমি অনেক গুনবতী। অন্য সবাই নিজের দেহের মজা নিতে চায়, কিন্তু তুমি তোমার পবিত্রতা অক্ষুণ্ণ রেখেছ। সবাই চলে পাপাচারের দিকে, কিন্তু তোমার লক্ষ্য ধর্মের নিশান।
সাদা চামড়ার সতীত্বহীন কোন মেয়ের বিন্দু পরিমান মূল্য নেই তোমার কাছে। রূপ নয়, গুনই তোমার গর্ব। আমি ধন্য তোমায় পেয়ে। আমি শুধু তোমাকেই ভালবাসি। কখনো হারাতে দিবনা তোমার মত স্বপ্ন কন্যাকে। হয়ত সবাই বলবে তুমি বিশ্রী, কালো। কিন্তু আমি জানি তুমি আমার "ব্লাক ডায়মন্ড "। না না, তুমি ডায়মন্ড এর চেয়েও অনেক দামি।
-------উৎসর্গ: সেই সমস্ত ভাই বোনদের যারা রূপ নয়, গুনের বিচার করে মানুষ কে মূল্যায়ন করেন।