মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

>>January 9, 2014

...গতকালকে পেপারে দেখলাম; আমেরিকায় ২০ বছরের এক যুবককে, দমকল বাহিনী ওয়াশিং মেশিনের ভিতর থেকে অনেক কষ্টে উদ্ধার করেছে

সে তার ভাইদের সাথে টুকিটুকি খেলতে যেয়ে ওখানে লুকিয়েছিলো

তার ভাইরা, কিছুক্ষন খুঁজে তাকে না পেয়ে ভুলে যায়... ৫/৬ ঘন্টা পর তার আম্মা কাপড় ধুতে যেয়ে দেখে মেশিনের ভিতরে তার ভুইত্তামারা ছেলে, বের হওয়ার জন্য কুতাকুতি করছে


দমকল এসে, তার মেশিনের ভিতরে অলিভ-ওয়েল তেল ঢেলে ... তাকে কিছুক্ষন তেলে লুলিয়ে রেখে... তারপর উদ্ধার করে

...গতসপ্তাহে দেখলাম, এক আমেরিকানের জিব্বা চলমান ভ্যাকুয়াম ক্লিনারে আটকে গেছে

--

ভাবলাম ... যে জাতি; তাদের পতাকার ডিজাইনে, আন্ডারপ্যান্ট বানাতে পারে, তাদের পক্ষে এইরকম উদ্ভট তামাশা করা অস্বাভাবিক কিছু না

আমরা এখনও, অনেকক দিক দিয়েই উন্নত আছি... যে কোনও জাতি থেকে

...কি?? সংখ্যালঘুদের ইস্যুটা?

ট্রাস্ট মি, যারা এই নাশকতাগুলো করছে... তারাই প্রকৃত সংখ্যালঘু

যেভাবে আশেপাশে এর জনরোষ উঠছে, তাতে কি বুঝা যাচ্ছে না যে “এই দেশে, এই ধরনের হামলাকারীরাই সংখ্যালঘু?”

*ফেসবুকে, পত্রিকায় ...চারিদিকের নেগেটিভ কথা শুনতে শুনতে ফেডাপ, ভাবলাম পজিটিভ কিছু লিখি

তবে, জোর করে কিন্তু পজিটিভ লিখিনি

আমি আসলেই মনে করি; আমরা এখনও, অনেকক দিক দিয়েই উন্নত আছি... যে কোনও জাতি থেকে

...এখন, আমাদের দরকার প্রপার কিছু গাইডলাইন

সেগুলো পেলেই হবে

কারণ, মেধার দিক দিয়ে আমরা অনেকক জাতি (বা অন্ততও, ভ্যাকুয়াম ক্লিনারে জিব্বা দেয়া বা ওয়াশিং মেশিনের ভিতরে কেমন লাগে ফিল করতে চাওয়া জাতিদের) থেকে উপরে আছি