আমেরিকার রাস্তায়; কোন বাক্স পড়ে থাকলে সাথে সাথে FBI, CIA এলাকা ঘিরে ফেলে ... থমকে যায় NASA’র স্যাটেলাইট ... হাম্পটি ডাম্পটির মত পোশাক পরে SWAT টিম কুতাকুতি শুরু করে বাক্স নিয়ে
আর বাংলাদেশের রাস্তায়; কোন বাক্স পড়ে থাকলে, পথচারী হাঁটতে হাঁটতেই লাথি দিতে দিতে সেই বাক্সের জুস বের করে ফেলতো
...সেইই বীর জাতির আজ কি অবস্থা!!
যে জাতি, রাস্তার মোড়ে দাঁড়িয়ে হাসতে হাসতে নড়তে নড়তে বন্দুক দিয়ে টুস টুস করে বেলুন ফুটানো খেলত, তারা আজ পলিথিন ফোটার শব্দ শুনলেই মাথা নিচু করে দৌড় দেয়
এভাবে কত দিন?
কিভাবে চলতে হবে, সেটার ম্যানুয়াল কিন্তু সবক্ষেত্রেই আছে; ওয়াশিং মেশিনের ক্ষেত্রে যেমন আছে... তেমনই আছে দেশের ক্ষেত্রেও
দেশের ম্যানুয়ালকে বলি, সংবিধান
দলের ম্যানুয়ালকে বলি, ইশতেহার
... ঠিক তেমনি থাকা উচিত, পার্সোনাল ম্যানুয়াল
আমি কিভাবে বাঁচবো, কি করতে পারব, কি কি করতে পারবো না... সেটা আমি ঠিক করব; আমাকেই ঠিক করতে হবে
... আমার ট্রাবলশুট, আমিই সল্ভ করব
আজকে, আমার বাচ্চা যদি রাস্তায় লাল বল ভেবে কিছু কুড়িয়ে নিয়ে যদি দেখে এটা আসলে ককটেল... সেটার দায়ভার কে নিবে? অবশ্যই আমি নিব
... তাই বলছি, পার্সোনাল ম্যানুয়াল/ সংবিধান/ ইশতেহার যাই নাম দেন না কেন... এরকম একটা লাগবেই
যেটার পাওয়ারে; কোর্টে আমি আঙুল তুলে বলতে পারবো... আমার অশান্তির জন্য কে দায়ী
...গণতন্ত্র বলতে তো এটাই বুঝি