সাত মাস আগে-
গার্ল ফ্রেন্ড ফোন দিয়ে বলল-'এই তোমার আর কতদিন লাগবে? কোন সেমিস্টার চলছে? আমাকে বাসা থেকে বিয়ে দিতে চাচ্ছে।'
-এই তো জান, পঞ্চম সেমিস্টার চলছে।
-আর কতদিন?
-আর তো মাত্র তিনটা সেমিস্টার। ছয় মাসের সেমিস্টার, তিন ছয়ে ১৮ টা মাস মাত্র। আর তাছাড়া আমাদের এখানে সেশন জট নেই। মনে করো ১৮ মাসের জায়গায় তিন পাচা ১৫ মাসেও শেষ হবে।
-আরও পনের মাস!
-এমন করে না জানু পাখি। তুমি যেভাবে পারো জাস্ট ১৫ টা মাস তোমার ফ্যামিলিকে ঠেকিয়ে রাখো। ঢাল তলোয়ার যা লাগে আমি সাপ্লাই দিতাছি।
-প্লিজ, যা করার একটু তাড়াতাড়ি করো। আমার বিয়ে হয়ে গেলে আমাকে দোষ দিতে পারবা না কিন্তু।
-আরে কি যে বল না। মাত্র তিনটা সেমিস্টার। যেদিনই বিএসসি ডিগ্রি পাবো ওইদিনই তোমার বাবারে গিয়ে বলবো আঙ্কেল এই নেন আমার ডিগ্রি, এবার মেয়েরে তুইলা দেন!
-থাক অতো পালোয়ানগিরি দেখাতে হবে না। আমার আব্বার কাছে যাওয়া লাগবে না, ডিগ্রি নিয়ে কাজী অফিসে যাওয়ার সাহস থাকলেই হবে!
-উক্কে।
সাত মাস পর-
-হ্যালো, তোমার আর কত দিন?
-এই তো আর ১৫ টা মাস।
-এখনো ১৫ মাস! তোমার কোন সেমিস্টার চলে এখন?
-পঞ্চম সেমিস্টার।
-এখনো পঞ্চম সেমিস্টার! সাত মাস আগে না বলছিলা পঞ্চম সেমিস্টার চলছে?
-কিছু করার নাই। টেক্সটাইল ভার্সিটির বয় ফ্রেন্ড বানালে এরকমই হয়!
-এখন অন্য পক্ষ যদি আমাকে বিয়ে করতে আসে? আমি কি বলবো?
-বলবা বিয়ে করতে পারবো না, স্বামী বিদেশ।
-স্বামী বিদেশ! কি অসভ্যের মত কথা বলছ তুমি? তোমার মত ছেলের সঙ্গে কথা বলাই উচিত না।
-হ্যালো, হ্যালো ফোন কেটো না, প্লিজ শোন। স্বামী বিদেশ না, আসলে বলতে চেয়েছি ভিসি বিদেশ...হ্যালো, হ্যালো... ভিসি দুশশালা, হ্যালো সাথী...?