wife :তুমি আমাকে কতটুকু
ভালোবাসো ?
Hus :আমি তোমাকে অনেক
ভালবাসি, কখনও
তোমাকে বুলতে পারবনা ।
wife :তুমি আমাকে কেমন
ভালোবাসো একটো খুলে বলনা
Hus : okey, যেমন
ধরো আমি হোলাম মোবাইল
আর তুমি সিম কার্ড
সিম কার্ড ছাড়া মোবাইল যেমন
তোমাই
ছাড়া আমি তেমন
।
wife : woow,, দারুন
রোমান্টিক,,,,,,,,,,,,,,,,,
Hus : (মনে মনে) আল্লাহ
বাচাইছে সে বুজতে পারেনি আমি একটা চাইনা মোবাইল
আর এর ভিতরে চারটা সিম ঢুকানু
আছে,,,,,hahaha
---------------------------------
এক লোক তীব্র গতিতে রাস্তাতে গাড়ি চালাচ্ছিল। ট্রাফিক পুলিশ তাকে আটকাল।
পুলিশঃ "আপনি এভাবে গাড়ি চালাচ্ছেন কেন?"
লোকঃ "এটা আমার জীবন মরণের ব্যাপার"
পুলিশঃ "কেন? কি হয়েছে?"
লোকঃ "এক সুন্দরী মহিলা আমার বেডরুমে আমার জন্য অপেক্ষা করছে"
পুলিশঃ "এতে জীবন মরণের কি হল?"
লোকঃ অবশ্যই,আমার স্ত্রীর আগে আমি না পৌঁছালে আমি শেষ"
---------------------------------
এক লোক একবার শিকল দেয়া ঘেরা স্থানে তার গাড়িটি এনে পুলিশকে বললঃ আমি কি এখানে আমার গাড়িটা পার্ক করতে পারি ?
“না” পুলিশের উত্তর।
লোকটিঃ তাহলে অন্যরা যে এখানে গাড়ি পার্ক করেছে ?
পুলিশঃ “তারা জিগ্যেস করেনি !”