ইন্সপেক্টরঃ মুরগিকে কী খাবার দাও?
১ম মালিকঃ স্যার আমি মুরগিকে ভুষি খাওয়াই।
ইন্সপেক্টরঃ ভুল খাবার। একে এরেস্ট0করো।
২য় মালিকঃ আমি মুরগিকে চাল খাওয়াই স্যার। ইন্সপেক্টরঃ তুমিও
ভুল খাবার দাও। ওকেও এরেস্ট করো।
৩য় মালিক দেখল ঘোর বিপদ। তাই সে বলল,
..
..
আমি তো সব মুরগির হাতে ১০ টাকা করে দিয়ে দেই, যার যা ইচ্ছা দোকান
থেকে গিয়ে খেয়ে আসে।
-----------------------------------
বল্টু ও তার গার্লফ্রেন্ড শিলার কথোপকথন।
শিলাঃ গত রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছি
বল্টু( ভীষণ উত্তেজিত): আমি কি করছি তোমার স্বপ্নে এসে?
শিলা উত্তর দিলঃ” আমরা বাস এ করে যাচ্ছিলাম হঠাৎ বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়!সবাই সাঁতার কেটে নিজেদের যান বাঁচাতে বাস্ত ছিল কিন্তু তুমি তখন ও কাকে যেন
খুজতেছিলা!
বল্টু(খুশি হয়ে): আমি তোমাকে খুজছিলাম তাই না??
গার্ল ফ্রেন্ড বলল
::
আরে না!! তুমি চিল্লাইতাছিলা এই বলে, "আরে কন্ডাক্টর শালা কই গেল, দুইটাকা পাইতাম।"
-----------------------------------
একটি বিরটা জোকস কিন্তু পুরোপুরি বাস্তব।"আজ আমি পড়তে বসবো"
(লেখকঃ কাসাফৌদ্দজা নোমান)
---------------------------
ছিলঃ↓↓▶ প্রথমে একটি বাটিতে মরিচের গুরি পানি দিয়ে গুলিয়ে রাখুন। মশা রক্ত মনে করে খেতে আসবে। এই মরিচ গুলানো খেয়ে মশা ঝালে পানি খেতে যাবে।
পানি খেতে আসলে আপনি মশা টিকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিন।
▶ তারপর একস্থানে আগুনজালান, ভেজা মশা আগুনেরকাছে আসবে নিজেকে শুকাতে।এবার আপনি আবার ধাক্কা দিয়ে মশা টি কে আগুনে ফেলে দিন।তারপর যে হাসপাতালে মশাটি ভর্তি হয়েছে সেখানে যাবেন এবার চুপি চুপি মশার মুখের অক্সিজেন মাস্ক টি খুলে ফেলুন।ব্যাস আপনার কাজশেষ মরে যাবে মশা টি। স্যার শুনে অজ্ঞান।
------------------------------