মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ২- সাহাবী এবং তার উঠ

এক সাহাবী নিজের একটি উট বিক্রি করার জন্য ছেলেকে বাজারে পাঠালেন।কিন্তু যাবার সময় ছেলেকে নসিহত করলেন যে, উটটি বিক্রি করার সময় উটেরমধ্যে যে খুত/খারাবী আছে তা অবশ্যই ক্রেতাকে জানিয়ে দিবে। তাতে কোনক্রেতা উট কিনলে কিনবে না হয় উটটিকে বাড়িতে ফেরত নিয়ে আসবে।

ছেলেটিও বাজারে উটটি বিক্রি করে বাবাকে টাকা দেওয়ার পর ছেলেকে প্রশ্নকরলেন, তুমি কি বিক্রির সময় ক্রেতাকে উটের ত্রুটির কথাগুলো বলেছিলে?
কিন্তু ছেলে উট বিক্রির সময় সে কথা ভুলে যাবার কথা বললো আর তাতে বাবাবললো, তাহলে ত তুমি বড় অন্যায় করে ফেলেছো। অতপর উক্ত সাহাবী তারছেলেকে সাথে নিয়ে ক্রেতাকে খুঁজতে বের হলেন এবং খুঁজতে খুঁজতে ক্রেতারবাড়িতে পৌঁছে গেলেন। ক্রেতাও একজন সাহাবী ছিলেন তাই তিনিমেহমাননের সম্মানার্থে গোস্ত দিয়ে মেহমানদারীর ব্যবস্থা করলেন।

খাবার পর বিক্রেতা সাহাবী বললেন, ভাই, আমার ছেলে ত ভূল করে আপনারকাছে উটের ত্রুটিসমূহ প্রকাশ না করেই উটটি বিক্রি করে অনেক বেশি অন্যায়করে ফেলেছে।
তাই এখন আমি আপনার কাছে উক্ত উটটির ত্রুটি সমূহ প্রকাশ করছি, তাতেযদি আপনি এখন উক্ত উটটি নিজের কাছে রাখতে চান তা পারেন অথবা যদিআপনি আপনার টাকা ফেরত নিতে চান তাও আমি খুশি খুশি ফেরত দিবো বলেউক্ত টাকাগুলো বের করে তার হাতে দিতে চাইলেন।

কিন্তু ক্রেতা সাহাবী বললেন, তা আর দরকার নাই। কারন আমি উটের সব ত্রুটিজানার পরও তা উক্ত দামে কিনতে রাজি আছি। আর তাছাড়া উক্ত উটটি এখনআর আপনাকে ফেরত দেওয়া সম্ভব নয়, কারণ আপনারা যখন মেহমান হয়েআমার ঘরে আসেন তখন আপনাদের মেহমানদারি করার মতো আমার ঘরেকোনো ব্যবস্থা না থাকায় আমি আপনার কাছ হতে ক্রয়কৃত উটটিই জবাহ করিএবং আপনাদের আপ্যায়ন করি।

সত্যি, এটাই হলো সত্যিকারের ইসলামী জীবন-ব্যবস্থা। অথচ অত্যান্ত দুঃখেরবিষয় যে আজ মুসলমান দোকানদারও নিজেরদের দোকানে নোটিশ টাঙ্গিয়েরাখেঃ বিক্রিত মাল ফেরত যোগ্য নয়। অথচ বিক্রিত মাল ফেরত নেওয়ার মধ্যেজান্নাতের ওয়াদা করা হয়েছে।

আল্লাহ আমাদের এই সমস্ত সোনালী মানুষদের অনুসরণ করার তোফিক দানকরুন।