কবি বহুক্ষণ ধরে একঘেয়ে বিদ্রোহের কবিতা পড়ে যাচ্ছেন। সম্পাদক বিরক্ত, মুখে কিছু বলতেও বাধছে। কবিতা পাঠ শেষ করে কবি বিনীতভাবে বললেন, কী মনে হচ্ছে আপনার? কবিতাগুলোতে কি আরো আগুন ঢোকাব?
সম্পাদক বললেন, আমি ভাবছি কবিতাগুলো কখন আগুনে ঢোকাবে।
-------------------------
সম্পাদক : এ কী, এই পান্ডুলিপি তো আমি তিন বছর আগেই বাতিল করে দিয়েছিলাম।
লেখক : জি, দিয়েছিলেন।
সম্পাদক : তা হলে আবার নিয়ে এসেছেন যে!
লেখক : ভাবলাম, তিন বছরে আপনার বুদ্ধিশুদ্ধির কিছুটা উন্নতিও তো ঘটে থাকতে পারে।
-------------------------
এক লেখকের বই হু-হু করে বিক্রি হতে লাগল। তিনি দু’হাতে লিখতে লাগলেন। তাতেও কুলাতে না পেরে শেষটায় ভাড়াটিয়া লেখকদের লেখাতে লাগলেন। ভূমিকাটা শুধু তিনি লিখে দেন। একবার তাঁর একটা নতুন বই প্রকাশিত হলে তিনি তাঁর ছেলেকে বললেন, তুমি কি আমার সর্বশেষ বইটি পড়েছে?
ছেলে বলল, আপনি নিজে কি ওই বইটি পড়েছেন, বাবা?