গ্রাম থেকে শহরে এসেছেন হরিপদ। ঘুরতে ঘুরতে তিনি গেলেন ছবির দোকানে। দোকানে সারবেঁধে ঝোলানো আছে বাঁধাই করা হরেক রকম ছবি। গ্রামের দৃশ্যের ছবি, বাঘের ছবি, মোনালিসার ছবি…ইত্যাদি। ঘুরতে ঘুরতে একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালেন হরিপদ। দোকানদারকে ডেকে বললেন, এই বিচ্ছিরি ছবিটার দাম ৫০০ ট্যাকা? এইডা তো আমি ফিরি দিলেও নিমু না!
দোকানদার বললেন, ছবি কই? ওটা তো আয়না!
---------------------------
ক্রেতা গেছেন পর্দার দোকানে।
ক্রেতা: ভাই, আমাকে একটা পর্দা দিন তো।
বিক্রেতা: কয় গজ?
ক্রেতা: আরে গজ না! এক ফুট দিলেই হবে।
বিক্রেতা: এক ফুট পর্দা কোন জানালায় লাগাবেন??
ক্রেতা: কেন! আমার কম্পিউটারের ‘উইন্ডোজ’-এ!
---------------------------
দুই শেয়ার ব্যবসায়ীর মধ্যে কথা হচ্ছে—
১ম জন: জানো, শেয়ারবাজারে ব্যাপক ধসের সময়ও আমি শিশুর মতো ঘুমিয়েছি?
২য় জন: তাই নাকি! কিন্তু কীভাবে?
১ম জন: সারা রাত ঘণ্টায় ঘণ্টায় জেগে উঠেছি আর শিশুর মতো কেঁদেছি।
-------------------------
ফারাহ ও তন্বীর মধ্যে কথা হচ্ছে—
তন্বী: তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক শেষ করে ফেললি কেন?
ফারাহ: কারণ, সে একজন শেয়ার ব্যবসায়ী এবং একদিন আমরা কত সুখী হব—এসব কল্পনা করা ছাড়া সে আর কিছুই করতে পারে না।
-----------------------
দুই বান্ধবী রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ রাস্তার ধারে একটি ব্যাঙ বলে উঠল, ‘তোমাদের মধ্যে কেউ একজন কি দয়া করে আমাকে একটা চুমু খাবে? আমি একজন শেয়ারবাজার বিশ্লেষক। এক ডাইনির অভিশাপে আমি ব্যাঙ হয়ে গেছি। তোমাদের মধ্যে কেউ আমাকে চুমু খেলে আমি আবার আমার আগের রূপ ফিরে পাব।’
কথা শুনে এক বান্ধবী ব্যাঙটা ব্যাগে ভরে নিল।
অন্য বান্ধবী: কী ব্যাপার? শুনলে না, ও কী বলল?
১ম বান্ধবী: শুনেছি। এ যুগে একজন শেয়ারবাজার বিশ্লেষকের চেয়ে কথা বলা ব্যাঙের দাম অনেক বেশি!