মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ৩৫৫- ব্যার্থতা

লিখাঃ আলমগির হোসেন(লেখক চাচা) ৷
উৎসর্গঃSabiha Surkar Bristy .

⇒ ⇒ মানুষ সৃস্টির সেরা জীব! কিন্তু তার ভিতর যে এতটা
নোংরামী থাকতে পারে জীবনে কখনো কল্পনা করতে
পারি নি! অন্তত পক্ষে তোমাকে নিয়ে না! কারন, তুমি
আমাকে মিথ্যে ভালবাসার ফাদে ফেলেছিলে! তুমিই
আমাকে ভালবাসার আস্বাস দিয়েছিলে! কিন্তু আজকে
সেই ভালবাসাকে অস্বিকার করলে ৷ কেমনে অস্বিকার
করতে পারলে তুমি ?? cry emoticon

আমি তো জানতাম পৃথিবীতে বিস্বাস নামে একটা
জীনিস আছে! আর সেই বিস্বাসের কারনেই পৃথিবী
টিকে আছে! কিন্তু আজ আমি পুরোপুরী সাক্সেস যে
আসলে এখন আর সেই বিস্বাস জিনিস টি নেই! মানুষ
রিয়েল ভালবাসাকে লাথি মেরে পথের দুলোয় ফেলে
দেয়! এবং ফালতু ভালবাসাকে বুকে টেনে নেয়!
ফালতু লোকের ভালবাসার অভাব হয় না বাট, সহজ সরল
লোকের. ভালবাসার খুবই অভাব! cry emoticon

মানুষ রিয়েল ভালবাসাকে করে দিয়েছে কঠিন আর
ফালতু ভালবাসাকে করে দিয়েছে সহজ! তদ্রুপ, আমি
তোমাকে বিস্বাস করে ছিলাম, সুধুই বিশ্বাস নয়,
তোমাকে সত্যিকারে ভালই বেসে ছিলাম! আমি কখনো
ভাবি নি তুমি আমাকে এ ভাবে ধোকা দিয়ে চলে যাবে
!

আমি জানি ভার্চুয়াল লাইফের ভালবাসার কোন মূল্য
নেই কিন্তু আমি বলব আমি তোমাকে সত্যিই ভালবেসে
ছিলাম, সুধুই তোমার কথার মাধ্যমে, তোমার আচরনের,
মাধ্যমে, আর সব চেয়ে বড় কথা এটা যে তুমিই আমাকে
ভালবেসে ছিলে তবে আজ কেন ধোকা দিলে? ৷

যখন তুমি আমার সাথে প্রথম ইনবক্স করো তখন আমি
তোমাকে অনেক বার বুঝিয়েছিলাম আর তুমি বার বারই
আমাকে বলেছ তুমি আমাকে সত্যি কারেই ভালবাস!
ছিঃ ছিঃ ছিঃ cry emoticon cry emoticon আমার ভাবতেও ঘৃনা হয় তুমি এই রকম
একটা জঘন্য মেয়ে, তোমার ভিতর এতটাই নোংরামী
বাস করে! আমি তোমাকে তোমার রুপ, সৌন্দর্য দেখে
কখনোই লাভ করি নি আমি তোমার ভিতর একটা
চাঁদের আলো দেখেছিলাম আর তাই দেখেই আমি
তোমাকে ভালবেসে ছিলাম

আমার ধর্ম যদি ইসলাম হয়! আমি যদি, মুসলমানের বাচ্চা
হই তবে একটা কথা কান খুলে শুনে রাখো আমি
তোমাকে সত্যিকারেই ভালবেসে ছিলাম! কিন্তু আজ
আমার সেই বিস্বাস টুকু কিসের জন্য ধুলোয় মিশিয়ে
দিলে? ? এইটা ভার্চুয়াল লাইফ সেই জন্য না আমাকে
তোমার পছন্দ হয়নি সেই জন্য? ? cry emoticon

তোমার যদি পছন্দ নাই হত তবে প্রথম দিন কেন বলে
দাওনি তুমি আমাকে তোমার স্বার্থের জন্য ব্যবহার
করছো? ব্যবহার করছো ক্ষনিক সময়ের টাইম পাছের জন্য!
বাহ্ বাহ্ বাহ্ তোমার অভিনয় তো খুব সুন্দর! তুমি এই রকম
মিথ্যে ধোকা দিতে পারো?? মানুষকে মৃত্যুর মুখে ঠেলে
দিতে পারো ?? এত সুন্দর নিখুত অভিনয় করতে পারো ??

তাহলে তুমি এখানে কেন যাও তুমি সিনেমায় গিয়ে
অভিনয় করো ?? আমি বলছি তুমি অভিনয়ে ঠিকই
নোবেল পুরস্কার পাবে! থাক ওসব কথা, তুমি হয়ত ভাবতে
পারো, তোমার সাথে আমার পরিচয় ক্ষনিক সময়ের জন্য
৷ আমি কেন তোমাকে এত চার্জ দিব? ?

আরে বোকা তুমি এটাও কি বুজনা যে রিয়েল লাভ করে
সে নিশ্চই চার্জ দেয় কেননা, তার ভিতর একটা
হারানোর ভয় থাকে, তুমি যদি অন্য কারো সাথে সম্পর্ক
করো ? তুমি যদি হারিয়ে যাও ইত্যাদি ইত্যাদি!
তোমাকে আমি ব্লক মারতে ঠিকই বলেছিলাম কিন্তু
এটা কেন জানো? ? ব্লক মারতে বলেছিলাম এই জন্য যে
তুমি আমাকে সত্যি কারে লাভ করো কিনা সেটা
পরিক্ষা করার জন্য! আবার এতটাই চার্জ দিয়েছিলাম
এটাও তোমাকে পরিক্ষা করার জন্য যে তুমি আমাকে
আসলেই লাভ করো কিনা? ?

আর তুমি সত্যি সত্যিই আমাকে ব্লক মারলে?
তোমাকে এই পরিক্ষা গুলো করেছিলাম শুধুই তোমার
মুখের কথা শুনে, কেননা, তুমি বার বার. আমাকে
ভালবাসি ভালবাসি বৱেছিলে! কেন এই গুলো
বলেছিলে কিসের জন্য করেছিলে ?? আজ আমার
চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছে যে এই
পৃথিবীতে এখন আর একটাও ভাল মানুষ নেই! সবাই
স্বার্থপর, ভন্ড, প্রতারক,

আমাকে ইচ্ছাকৃত ভাবে তুমি ধোকা দিয়েছ! তুমি সুখে
থাক জান সুখে থাক আমি এই দুয়াই করি ৷ আমি
ভার্চুয়ালের সবাইকে সাক্ষি রেখে বলতেছি পৃথিবীতে
যতদিন বাচবো ততদিন আমি তোমাকে মনে রাখব আর
চোক্ষের জ্বল ফেলবো!
বলব ভার্চুয়ালে আমি এক মেয়ের দ্বারা প্রতারিত
হয়েছিলাম! তোমার সাথে আমার দেখা হবে ঐ হাশরের
ময়দানে! তুমি সুখে থাকো, শান্তিতে থাকো? ?

বিঃদ্রঃ আমার এই জীবন কাহিনী হয়ত বা কারো ভাল
লাগবে ৷ আবাপ কারও ভাল লাগবেনা ৷ যাদের কাছে
ভাল লাগবেনা প্লিজ তারা এই পোস্ট এরিয়ে যাবেন
প্লিজ ৷
:
সারমর্ম :: আমার মত কেহ এই রকম ভূল করবেন না ৷ যদি ভূল
করেন তাহলে অবস্যই এর মাশুল একদিন দিতে হবে ৷
ভার্চুয়াল লাইফে কখনো প্রেম, ভালবাসায় জরাবেন না
প্লিজ ! প্লিজ ! প্লিজ!