লেখাঃ সুখ পাখি (Shiplu MSl)
ㅡ
--শিপলু আমি আর তোমার সাথে
রিলেশন কন্টিনিউ করতে পারবো না।
আমি আর নিতে পারছি না। আমাদের
ব্রেক-আপ করা দরকার।।
ㅡ
--কিন্তু কেনো?? আমি কি কিছু ভূল
করেছি তোমার কাছে। যে তুমি আমার
সাথে রিলেশন রাখতে চাচ্ছো না??
ㅡ
--কোনো ভূল করোনি তুমি তবে আমার
আর এই রিলেশন ভালো লাগছে না।
ㅡ
--কেনো তুমি কি তাহলে অন্য কাউকে
ভালোবাসো??
ㅡ
--না আমি অন্য কাউকেই ভালোবাসি
না। আমার আর হচ্ছে না। প্লিজ, তুমি
আমাকে মুক্তি দাও।।।
ㅡ
--কি বলবো ভেবে পাচ্ছি না। আমার
দোষ না থাকা সত্ত্বে তুমি নিজেই
যখন বলছো এই রিলেশন তোমার ভালো
লাগছে না। তাহলে আমার জোর করার
কোনো কারণ নেই আর জোর করে
আটকানোও যাবে না।
ㅡ
--তোমার কষ্ট হবে না আমি যখন পাশে
থাকবো না।
ㅡ
--কষ্ট....কষ্ট আর আমাকে আঘাত করতে
পারে না। কষ্ট আমার কাছে সহনীয়
বস্তু।
ㅡ
--ওওও তাহলে তো ভালোই। আচ্ছা
ভালো থাকবে।। শুভ বিদায়।।
ㅡ
--আমার ভালো-মন্দ নিয়ে তোমাকে
ভাবতে হবে না।
ㅡ
মেঘলা চলে যাচ্ছে শিপলুর চোখের
কোণে দু-ফোটা অশ্রু ছলছল করছে।।
ㅡ
ছয় দিন পর শিপলুর কাছে মেঘলার
ফোন।।।
ㅡ
--হ্যালো, তুমি কোথায়?
ㅡ
--কেনো তাতে তোমার কি দরকার??
ㅡ
--বলনা, প্লিজ।।
ㅡ
--কলেজে।।
ㅡ
--তুমি পাঁচ মিনিট বসো আমি
আসতেছি।।
ㅡ
--মেঘলা আসলো আর বললো কেমন
আছো??
ㅡ
--ভালো, কেনো ডাকছো??
ㅡ
--হুম, তো তুমি আমাকে এই ভাবে ভুলে
গেলা।
ㅡ
--ভুলি নাই চেষ্টা করতেছি।
ㅡ
--কেনো??
ㅡ
--বারে তুমি আমায় রেখে চলে গেলা
আর সেটা ভেবে আমি কি শুধু কষ্টই
পাবো নাকি।
ㅡ
--তুমি আমাকে তো আটকাতে পারতা
তোমার আটকানোর অনেক পথ খোলা
ছিল। চেষ্টা করেও দেখলা না তো।।
ㅡ
--দেখো তোমাকে নিয়ে আমার
ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিলো। যেহেতু তুমি
আমাকে নিতে পারছো না। নিজে
থেকেই চলে যেতে চাইছো। আটকিয়ে
হয়তো রাখলাম কিন্তু তোমার মাঝে
চলে যাবো শব্দটা থেকেই যেতো।
ㅡ
--আমি তো তোমায় যাচাই করে
দেখলাম যে তুমি আমায় কতটুকু
ভালোবাসো??
ㅡ
--তো কি দেখলা??
ㅡ
--কচু আমায় তুমি একটুও ভালোবাসো
না। (কাঁদোকাঁদো ভাবে)
ㅡ
--হুম তাই।। তো তোমার মাথায় এই সব
কুবুদ্ধি কে ঢুকিয়েছে??
ㅡ
--আমার বান্ধবী তৃপ্তি বলেছে যাচাই
করে দেখতে যে তুমি আমায় কত্তো
ভালোবাসো??
ㅡ
--দেখো ভালোবাসা যাচাই করে হয়
না। এটা অনুভূতিতে প্রকাশ পায়। আর
সেটা তুমিই এক মাত্র বুঝবা আমি
তোমায় কত খানি ভালোবাসি।
কারো কথায় যাচাই করে দেখতে হবে
না। এতে শুধু ভালোবাসায় দূরুত্বটায়
বাড়ে, ভালোবাসা না।
ㅡ
★এই ভাবে তাদের ভূল বুঝাবুঝির
অবসান হলো। কিন্তু এই রকম ভাবে
অনেকে তাদের ভালোবাসার
মানুষকে হারাতে বসেছে শুধু মাত্র
সন্দেহজনক ভাবে দোষারোপ করার
জন্য। কারণ তারা তাদের
ভালোবাসার প্রতি আস্থা পায় না।।।
ㅡ
--শিপলু আমি আর তোমার সাথে
রিলেশন কন্টিনিউ করতে পারবো না।
আমি আর নিতে পারছি না। আমাদের
ব্রেক-আপ করা দরকার।।
ㅡ
--কিন্তু কেনো?? আমি কি কিছু ভূল
করেছি তোমার কাছে। যে তুমি আমার
সাথে রিলেশন রাখতে চাচ্ছো না??
ㅡ
--কোনো ভূল করোনি তুমি তবে আমার
আর এই রিলেশন ভালো লাগছে না।
ㅡ
--কেনো তুমি কি তাহলে অন্য কাউকে
ভালোবাসো??
ㅡ
--না আমি অন্য কাউকেই ভালোবাসি
না। আমার আর হচ্ছে না। প্লিজ, তুমি
আমাকে মুক্তি দাও।।।
ㅡ
--কি বলবো ভেবে পাচ্ছি না। আমার
দোষ না থাকা সত্ত্বে তুমি নিজেই
যখন বলছো এই রিলেশন তোমার ভালো
লাগছে না। তাহলে আমার জোর করার
কোনো কারণ নেই আর জোর করে
আটকানোও যাবে না।
ㅡ
--তোমার কষ্ট হবে না আমি যখন পাশে
থাকবো না।
ㅡ
--কষ্ট....কষ্ট আর আমাকে আঘাত করতে
পারে না। কষ্ট আমার কাছে সহনীয়
বস্তু।
ㅡ
--ওওও তাহলে তো ভালোই। আচ্ছা
ভালো থাকবে।। শুভ বিদায়।।
ㅡ
--আমার ভালো-মন্দ নিয়ে তোমাকে
ভাবতে হবে না।
ㅡ
মেঘলা চলে যাচ্ছে শিপলুর চোখের
কোণে দু-ফোটা অশ্রু ছলছল করছে।।
ㅡ
ছয় দিন পর শিপলুর কাছে মেঘলার
ফোন।।।
ㅡ
--হ্যালো, তুমি কোথায়?
ㅡ
--কেনো তাতে তোমার কি দরকার??
ㅡ
--বলনা, প্লিজ।।
ㅡ
--কলেজে।।
ㅡ
--তুমি পাঁচ মিনিট বসো আমি
আসতেছি।।
ㅡ
--মেঘলা আসলো আর বললো কেমন
আছো??
ㅡ
--ভালো, কেনো ডাকছো??
ㅡ
--হুম, তো তুমি আমাকে এই ভাবে ভুলে
গেলা।
ㅡ
--ভুলি নাই চেষ্টা করতেছি।
ㅡ
--কেনো??
ㅡ
--বারে তুমি আমায় রেখে চলে গেলা
আর সেটা ভেবে আমি কি শুধু কষ্টই
পাবো নাকি।
ㅡ
--তুমি আমাকে তো আটকাতে পারতা
তোমার আটকানোর অনেক পথ খোলা
ছিল। চেষ্টা করেও দেখলা না তো।।
ㅡ
--দেখো তোমাকে নিয়ে আমার
ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিলো। যেহেতু তুমি
আমাকে নিতে পারছো না। নিজে
থেকেই চলে যেতে চাইছো। আটকিয়ে
হয়তো রাখলাম কিন্তু তোমার মাঝে
চলে যাবো শব্দটা থেকেই যেতো।
ㅡ
--আমি তো তোমায় যাচাই করে
দেখলাম যে তুমি আমায় কতটুকু
ভালোবাসো??
ㅡ
--তো কি দেখলা??
ㅡ
--কচু আমায় তুমি একটুও ভালোবাসো
না। (কাঁদোকাঁদো ভাবে)
ㅡ
--হুম তাই।। তো তোমার মাথায় এই সব
কুবুদ্ধি কে ঢুকিয়েছে??
ㅡ
--আমার বান্ধবী তৃপ্তি বলেছে যাচাই
করে দেখতে যে তুমি আমায় কত্তো
ভালোবাসো??
ㅡ
--দেখো ভালোবাসা যাচাই করে হয়
না। এটা অনুভূতিতে প্রকাশ পায়। আর
সেটা তুমিই এক মাত্র বুঝবা আমি
তোমায় কত খানি ভালোবাসি।
কারো কথায় যাচাই করে দেখতে হবে
না। এতে শুধু ভালোবাসায় দূরুত্বটায়
বাড়ে, ভালোবাসা না।
ㅡ
★এই ভাবে তাদের ভূল বুঝাবুঝির
অবসান হলো। কিন্তু এই রকম ভাবে
অনেকে তাদের ভালোবাসার
মানুষকে হারাতে বসেছে শুধু মাত্র
সন্দেহজনক ভাবে দোষারোপ করার
জন্য। কারণ তারা তাদের
ভালোবাসার প্রতি আস্থা পায় না।।।