মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ৩৩৪- ভার্চুয়াল গার্লফ্রেন্ড

- 'মিস্টার নিশ্চুপ বালক, আপনি
এত্তগুলা পঁচা.. আপনি খুব বাজে একটা
ছেলে !!'
.
টিউশনী থেকে ফিরছি আধা ঘন্টা
খানেক আগে । নিজের প্রিয় বিছানায়
বসে ল্যাপটপে 'ICC WC 2k15'
গেমটা চালু করে ভার্চুয়াল ক্রিকেট
খেলার মজা নিচ্ছি । হঠাত্ ফেসবুকের
মেসেঞ্জারের টোনটা বেজে উঠল ।
গেমটা মিনিমাইজ করে মেসেজ
উইন্ডোটা অপেন করতেই দেখি এই
অদ্ভূত মেসেজটা । নাম দেখে মনে
হচ্ছে সম্ভবত কোনো মেয়ের আইডি ।
অপরিচিত একটা মেয়ের আইডি থেকে
মেসেজ দেখে যতটা না অবাক হয়েছি
তার থেকে বেশী অবাক করা মেয়েটার
কথাগুলো । কিছুক্ষণ বোকার মতো চেয়ে
রইলাম মেসেজটার দিকে ।
.
কিরে বাবা ? আমি আবার কী
করলাম ? নিজের অবসর সময় কাটানোর
জন্যই মূলত ফেসবুকে আসি । পরিচিত
কিছু মানুষ ছাড়া অন্য কারও সাথে খুব
বেশী চ্যাট হয় না বললেই চলে ।
অল্পসল্প গল্প লেখার চেষ্টা করি ।
পাশাপাশি কিছু অনলাইন রাইটারের
লেখা একটু আধটু পড়ি ।
.
মেয়েটাকে রিপ্লাইকে লিখলাম
- আমি আবার কী করলাম ?
- আপনি খুব খারাপ একটা ছেলে ।
আপনি আমাকে খুব কষ্ট দিছেন ।
.
মেয়েটার কথা শুনে অবাক না হয়ে
পারলাম না । মেয়েটার ফেসবুক নাম
'অভিমানী পরী' । মেয়েটার
প্রোফাইলে গিয়ে প্রথমেই আমার
চোখের দৃষ্টি নিবদ্ধ হল প্রোফাইল
পিকচারটা দেখে । নীল সালোয়ার
কামিজের সাথে হাত ভর্তি রঙ
বেরঙের চুড়ি আর চোখে হালকা কাজল
আর ঠোঁটে হালকা লিপস্টিকে
মেয়েটাকে রোমান্টিক রাইটারদের
গল্পের নায়িকাদের মতো লাগছে ।
মেয়েটার এই পিকচারটা দেখে কোনো
ছেলে যে চোখ বন্ধ করে প্রেমে পড়ে
যেতে পারে সেটা নিয়ে আমার কোনো
সন্দেহ নেই । প্রোফাইলে দেখলাম
বেশ কিছু কবিতা লেখা । বেশ সুন্দর
কবিতা । তবে একটা পোস্ট দেখে আমি
রীতিমতো ভিমড়ি খাওয়ার উপক্রম ।
পোস্টটা এরূপ -
.
" নিশ্চুপ বালক, একজন অনলাইন
রাইটার, হুম আপনাকেই বলছি আপনি
খুবই বাজে । আপনি আমাকে অনেক কষ্ট
দিছেন । আপনি খুবইইই পঁচা, পঁচা,
পঁচা, আপনি এতগুলা পঁচা !"
.
আমি সত্যি অবাক না হয়ে পারলাম না
। এই মেয়েটার মাথায় নিশ্চয় কোনো
সমস্যা আছে । আমার অবাক হওয়ার
মাত্রাটা আরও বেড়ে গেল মেয়েটার
পোস্টে কিছু লুল পাবলিকের কমেন্ট
দেখে ।
.
একজন লিখছে - "নিশ্চুপ বালক
ছেলেটা ফাজিলের ফাজিল । থাপড়িয়ে
ওর সবগুলো দাঁত ফেলে দেওয়া উচিত ।
ও তোমাকে কষ্ট দেয় ।"
আরেকজন লিখছে - "ফাজিলের আইডি
লিংকটা দাও তো এখুনি রিপোর্ট করব
।"
অন্যজন লিখছে - "এই ছেলেটাকে আমি
চিনি । ও আজাইরা গল্প লিখে
মানুষকে বিভ্রান্ত করে ।"
.
কেউ কেউ তো কমেন্টে আমারে
তথাকথিত নোংরা ভাষায় গালিগালাজ
করেছে । কিন্তু আমি করলাম টা কি
সেটাই তো আমি জানি না ।
.
মেয়েটাকে এবার আমি নিজেই নক
দিলাম,
-আমি কি করলাম বলবেন ?
-আপনি জানেন না কি করেছেন??
- বিলিভ মি, আই রিয়েলি ডোন্ট নো ।
-আপনি নিজেকে খুব বড় রাইটার
ভাবেন, তাই না ?
-তা কেন হবে ? আমি যা লিখি প্রায়
সবই আনাড়ি । তাছাড়া আমি কি কখনও
এমন আচরন করেছি ?
-হুম করেছেন তো ।
-কীভাবে ?
-আপনি জানেন না কেউ কমেন্ট করলে
কমেন্টের রিপ্লে দিতে হয় !
-হুম । আমি তো দেই রিপ্লে ।
-তাহলে সেদিন আমি আপনার দুইটা
লেখায় কত্ত সুন্দর কমেন্ট করলাম
কিন্তু এখনো আমার কমন্টের রিপ্লে
কেন দেন নি ? আপনি আমাকে ইগনোর
করেছেন !
.
ও মাই গড!! ব্যাপারটা তাহলে এই
কমেন্টের রিপ্লে না দেওয়া । এই
সামান্য বেপারে এতো কিছু !
মেয়েগুলা আসলে পারেও বটে । আমি
অনেক কষ্টে খুঁজে বের
করে দেখলাম আমার মাস ছয়েক আগের
দুইটা গল্পে মেয়েটা কমেন্ট করছে ।
দেখলাম বেশ সুন্দর কমেন্টই করেছে
অভিমানী পরী । এমন কমেন্টের
রিপ্লে না দেওয়াটা সত্যি অন্যায়
হয়ে গেছে । তাড়াতাড়ি উত্তর দিলাম
। তারপর থেকে অভিমানী পরীর সাথে
আমার খুব ভালো ভার্চুয়াল ফ্রেন্ডশীপ
হয়ে গেলো । কিছুদিন পর জানতে
পারলাম ওর নাম অতসী । ভিএনএসে
ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে ।
.
বেশ কিছুদিন পরে মেয়েটা নিজে
থেকেই ইনবক্সে নক দিল -
-আচ্ছা লেখক সাহেব, আপনার নাম
নিশ্চুপ বালক কেন ?
- আমি সবসময় নিশ্চুপ থাকি তাই ।
- আর আপনার রিয়েল নাম তো একুশ ।
এই নামটা এমন অদ্ভূত কেন ?
- আমার বার্থডে একুশ তারিখে তো
তাই ।
- আমার কিন্তু তা মনে হয় ।
- কী মনে হয় ?
- আপনি মানুষটাই অদ্ভূত তাই আপনার
নামটাও এমন অদ্ভূত । হিহিহিহি ।
...
...
...
তারপর ঠিক যে কী হলো...আর মনে নেই
। শুধু মনে আছে.. এই নিশ্চুপ ছেলেটা
আর নিশ্চুপ থাকে না !! প্রতিনিয়ত
তাকে তার অভিমানী পরীর মিষ্টি
অভিমান গুলো ভাঙ্গাতে ব্যস্ত থাকতে
হয় মোবাইল ফোনের এই পাশটাতে
!!
.
Written By :: Såñðíp Ð
Týpíçål ßøðmåísh (নিশ্চুপ
বালক)