এতদিনে ছেলেটা বুঝে গেছে
ভালবাসতে সুন্দর একটা মন যেমন লাগে ;
সাথে অর্থেরও দরকার হয়।
এসব ভাবতে ভাবতে
রাতের আধারে একাকি পথ চলেছে
অজানা কোনকিছুর উদ্দেশ্যে।
আসলে অজানা বললে ভুল হবে
বাড়ির দিকে-
জোতস্না অবলোকন করতে করতে।
আর ভাবছে পুরনো কোন সৃত্মির কথা;
যার জন্য তার সাজানো গোছানো
কিছু স্বপ্ন নিমেশেই ধুলিতে
মিটিয়ে গেছে।
২
২বছর আগে অনেকটাই কাকতালিও ভাবে ছেলেটা একটা মেয়ের
প্রেমে পরে যায়।
কাকতালিও বলছি এ কারনে কারন ছেলেটা কখনি মেয়েদের
সাথে তেমনভাবে মিশেনি
আর এগুলো সে খুব একটা
পছন্দ করত যে তাও না।
কিন্তু কথায় আছে না
প্রেম মানে না কন বাধা
ছেলেটির বেলায়ও তাই হল।
প্রেমে পরতে না চাইলেও পরে গেল।
৩
রাত বেজে হয়ত ১২টা কি ১টা ছেলেটার ফোন বেজেই
যাচ্ছে ;
তাকিয়ে দেখে একটা অপরিচিত নাম্বার।
রিসিভড করার পরে বুঝে এটা আসলে সেই
যার কথা ভেবে তার রাত-দিন কাটে।
ফোন পেয়ে সে যেন এই
জগতে থেকে এক রঙ্গিন দুনিয়ায় পা দেয়-
যেখানে আছে
শুধু আনন্দ আর সুখ।
এভাবে বেশ চলে যাচ্ছিল তাদের দিন।
৪
কথায় আছে না গরিবের কপালে বেশিদিন সুখ সয় না ছেলেটিরও তাই হল
হঠাত পরিবেশ বদলাতে থাকে।
যাকে ওতটা ভালবাসল সে একদিন
নিজেকে তার খোলসে বন্দি করে
নিতে থাকল।
আর ছেলেটিকে
এড়িয়ে যেতে থাকল।
ছেলেটির কাছে তখন দুনিয়ার সব কিছু
বাজে মনে
হতে থাকে।
কিছুতেই
আনন্দ পায় না সে।
হাসি কি জিনিস
সেটা সে ভুলেই গেল।
তবুও ছেলেটি আশা হারাল না।
এখনও সে স্বপ্ন দেখে
একদিন তার পাগলিটা ফিরে আসবে আর বলবে
আররে এত কষ্ট পেলে চলে!!!
আমিতো তোমারই আছি
আর দুজনে হারিয়ে যাবে দূরে কোথাও..........................
ভালবাসতে সুন্দর একটা মন যেমন লাগে ;
সাথে অর্থেরও দরকার হয়।
এসব ভাবতে ভাবতে
রাতের আধারে একাকি পথ চলেছে
অজানা কোনকিছুর উদ্দেশ্যে।
আসলে অজানা বললে ভুল হবে
বাড়ির দিকে-
জোতস্না অবলোকন করতে করতে।
আর ভাবছে পুরনো কোন সৃত্মির কথা;
যার জন্য তার সাজানো গোছানো
কিছু স্বপ্ন নিমেশেই ধুলিতে
মিটিয়ে গেছে।
২
২বছর আগে অনেকটাই কাকতালিও ভাবে ছেলেটা একটা মেয়ের
প্রেমে পরে যায়।
কাকতালিও বলছি এ কারনে কারন ছেলেটা কখনি মেয়েদের
সাথে তেমনভাবে মিশেনি
আর এগুলো সে খুব একটা
পছন্দ করত যে তাও না।
কিন্তু কথায় আছে না
প্রেম মানে না কন বাধা
ছেলেটির বেলায়ও তাই হল।
প্রেমে পরতে না চাইলেও পরে গেল।
৩
রাত বেজে হয়ত ১২টা কি ১টা ছেলেটার ফোন বেজেই
যাচ্ছে ;
তাকিয়ে দেখে একটা অপরিচিত নাম্বার।
রিসিভড করার পরে বুঝে এটা আসলে সেই
যার কথা ভেবে তার রাত-দিন কাটে।
ফোন পেয়ে সে যেন এই
জগতে থেকে এক রঙ্গিন দুনিয়ায় পা দেয়-
যেখানে আছে
শুধু আনন্দ আর সুখ।
এভাবে বেশ চলে যাচ্ছিল তাদের দিন।
৪
কথায় আছে না গরিবের কপালে বেশিদিন সুখ সয় না ছেলেটিরও তাই হল
হঠাত পরিবেশ বদলাতে থাকে।
যাকে ওতটা ভালবাসল সে একদিন
নিজেকে তার খোলসে বন্দি করে
নিতে থাকল।
আর ছেলেটিকে
এড়িয়ে যেতে থাকল।
ছেলেটির কাছে তখন দুনিয়ার সব কিছু
বাজে মনে
হতে থাকে।
কিছুতেই
আনন্দ পায় না সে।
হাসি কি জিনিস
সেটা সে ভুলেই গেল।
তবুও ছেলেটি আশা হারাল না।
এখনও সে স্বপ্ন দেখে
একদিন তার পাগলিটা ফিরে আসবে আর বলবে
আররে এত কষ্ট পেলে চলে!!!
আমিতো তোমারই আছি
আর দুজনে হারিয়ে যাবে দূরে কোথাও..........................