বাড়ির পাশের সেলুনে গেছেন করিম সাহেব।
নাপিতকে বললেন, ‘আমার ছেলেটার দুই বছর বয়স। ওর চুল কাটাব। কখন নিয়ে এলে ভালো হবে, বলুন তো?’
নাপিত: যখন ওর বয়স চার বছর হবে।
--------------
দাড়ি কামানো শেষে জলিল বললেন, ‘আমাকে এক গ্লাস পানি দিন তো।’
নাপিত বললেন, ‘খুব পিপাসা পেয়েছে বুঝি?’
জলিল: না। মুখে পানি নিয়ে দেখব, গালে কোথাও ফুটো হয়ে গেল কি না!
-----------
মতিন সাহেবের মাথায় চুল নেই বললেই চলে। বেচারা চুল কাটানোর পর দোকানদার তাঁর কাছে ৫০ টাকা দাবি করে বসলেন। মতিন সাহেব বললেন, ‘আমি তো প্রায় টাক। আমার চুল কাটার মজুরি ৫০ টাকা চাইছেন কেন?’
নাপিত: ‘স্যার, চুল কাটার জন্য তো ৩০ টাকা। বাকি ২০ টাকা আপনার চুল খুঁজে বের করার মজুরি!’
---------------
এক সেলুনের সামনে সাইনবোর্ড ঝোলানো, ‘মাত্র দুই টাকায় চুল কাটা হয়।’
পাশেই সেলুনটির আরেকটি শাখা। তাতে আরেকটি সাইনবোর্ড। লেখা, ‘দুই টাকায় কাটানো চুল মেরামত করা হয়!’