রেস্তোরাঁয় ওয়েটারকে এক ভদ্রলোক বললেন, ‘গত সপ্তাহে আমি এখানে মাটন কাটলেট খেয়েছিলাম। আজও খাচ্ছি। কিন্তু সেদিনেরটা অনেক ভালো ছিল।’
ওয়েটার: কী বলেন স্যার! দুটি কাটলেটই তো একই দিনে বানানো।
-------------
কদিন পরেই বিশ্বকাপের ফাইনাল! এমন সময় পত্রিকায় দেখা গেল একটি বিজ্ঞাপন।
‘ফাইনাল ম্যাচের দুটি টিকিট আছে, এমন পাত্রী চাই। আগ্রহীরা ছবি পাঠান। পাত্রীর নয়, টিকিটের!’
-------------
ভিড় ঠেলে স্টেডিয়ামে ঢুকেছে জনি। গ্যালারিতে দেখা হলো সবুজের সঙ্গে।
‘কিরে সবুজ, তুই এখানে? টিকিট পেলি কোথায়?’
‘বড় ভাইয়ার কাছ থেকে পেয়েছি।’
‘তাই নাকি? তা ভাইয়া কোথায়?’
‘বাসায়। তাঁর হারানো টিকিটটা খুঁজছে!’
-------------
ফুটবল ম্যাচ শেষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খেলাসংশ্লিষ্ট সবাই হাজির হয়েছে সেখানে। এমন সময় দেখা গেল একজন আগন্তুককে। গোমড়া মুখে আশপাশে ঘুরছিল সে।
কেউ একজন প্রশ্ন করল, ‘কে আপনি?’
লোকটি উত্তর দিল, ‘আমি রেফারির বন্ধু।’
উপস্থিত খেলোয়াড়েরা চোখ কপালে তুলে বলল, ‘রেফারিদের বন্ধুও থাকে!’