খোকাবাবু স্কুল থেকে ফিরেছে। মা কাছে ডেকে জানতে চাইল,
‘আজ স্কুলে কী করলে খোকা?’
খোকা সহজভাবে উত্তর দিল ‘যেমন খুশি তেমন লিখো’ খেললাম মা।
মা তো রেগে আগুন। ‘সেকি, তোমাদের না আজ অঙ্ক পরীক্ষা হওয়ার কথা!’
খোকাবাবু নিশ্চিন্তে উত্তর দিল, ‘মামণি, আমি তো সেটার কথাই বলছি।’
-----------------
একবার এক আলোকচিত্রীকে অপদস্থ করতে একজন সমালোচক বললেন, ‘তুমি তো ভালোই ছবি তোলো হে। নিশ্চয়ই খুব ভালো ক্যামেরা ব্যবহার করো?’
আলোকচিত্রী হেসে বললেন, ‘শুনেছি, আপনার স্ত্রীর রান্না খুব ভালো। তিনি নিশ্চয়ই খুব ভালো চুলা ব্যবহার করেন!’
----------------
একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন তার ছাত্রকে, ‘বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না?’
ছাত্র মাথা চুলকে বলল, ‘স্যার, তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না!’
---------------
স্টেশনমাস্টারকে বলছেন এক লোক, ‘ভাই, সিলেটের ট্রেনটা কখন ছাড়বে?’
‘সাড়ে আটটায়।’
‘আর চট্টগ্রামেরটা?’
‘এগারোটায়।’
‘তাহলে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনটা যাবে কখন?’
এবার বিরক্ত হয়ে গেলেন স্টেশনমাস্টার ‘আরে এত ট্রেনের খবর নিচ্ছেন, আপনি যাবেন কোথায়?’
‘না, মানে আমি রেললাইনটা পার হয়ে ওপাশের প্ল্যাটফর্মে যাব তো…’