মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ২৪০- অবশেষে

লিখা-Ahmed Fahim

-তুমি কিছু বলছ না কেন?
-কি বলব।
-মানে তুমি কি আমাকে ভালবাস না।
-হুম বাসি।
-তাহলে বিয়ে করছ না কেন।বাসায়
আমার বিয়ের কথা বার্তা চলছে।
-হুম
-হুম টা কি?শুন তুমি যদি কিছু না কর
তাহলে আমি বিষ খাব কথা ফাইনাল
আমি গেলাম।।আমি সুধু তোমাকেই চাই।
কথা গুলো বলে তানিশা কেঁদে কেঁদে
চলে যাচ্ছে তামিম সুধু
নিরবে বসে রয়েছে ব্রেঞ্চটাতে কিছু
করার নেই।মাত্র কিছুদিন হল অনার্স শেষ
করেছে চাকরি খোঁজছে বাট
পাচ্ছে না।এখনকার দিনে হয় ঘুষ দেও নয়
মামা-খালুর পাওয়ার দেখাও তবেই
চাকরির আশা করা যায় এর কোনটাই
নেই তামিম এর তার উপর মধ্যবিত্ত
ফ্যামিলিরর
ছেলে এমনি সংসারে টানাটানি তার
উপর আরেক জন এসব ভাবতে ভাবতেই
সন্ধ্যা হয়ে গেছে খেয়ালি করেনি তামিম।
ব্রেঞ্চ থেকে উঠে তামিম বাসার
দিকে এগুতে থাকে।
.
রাত ১১টা অনেক কিছু ভেবে তামিম
ডিসিশন নিয়েছে তামিম তানিশার
সাথে সব কিছু শেষ
করতে হবে ওকে বিয়ে করে ওর কোন
চাহিদাই পূরণ করতে পারবনা তার
চেয়ে ওর
ফ্যামিলি যেখানে বিয়ে দেয়
সেখানে রাজী হয়ে যাক।
-হ্যালো তানিশা।
-হুম বল।
-কিছু কথা বলার ছিল।
-বল।
-জানি কথা গুলো খারাপ লাগবে তবুও
বলছি সবার জীবনে ভালবাসাটা শেষ
পর্যন্ত থাকে না কেউ কেউ
পরিস্থিতির শিকার হয়ে যায়।যেমন আজ
আমি প্লিজ তুমি আমাকে ভূলার
চেষ্টা কর জানি পারবেনা তবু
চেষ্টা কর ভেবে নিও আমি তোমার
জীবনে একটা ঝড় ছিলাম এসেছিলাম
আবার চলে গেছি।আমার এই
পরিস্থিতিতে তোমাকে বিয়ে করতে পারব
না কারন বিয়ের পর
যদি তোমাকে বিয়ে করে একটু
সুখে রাখতে না পারি তাহলে আমি সারা
জীবন নিজের
কাছে একটা অপরাধী থাকব তাই
তুমি প্লিজ তোমার পরিবার
এবং নিজের সুখের
কথা চিন্তা করে আমাকে ভূলে যেও।
-তোমার কথা শেষ
হয়েছে(কেঁদে কেঁদে)
-হুম
-আমি সুধু তোমাকে চাই আর কিছু না।
-প্লিজ বুঝার চেষ্টা কর।
-রাখি বাই ভাল থেক।
.......৭-৮......পর
আজ তানিশার বিয়ে হ্যাঁ আমার
সাথে নিয় ওর পরিবারের মতেই
হচ্ছে অন্য আরেক জনের সাথে।এই
কিছুদিন তানিশা অনেক ফোন
দিয়েছে ধরি নাই কারণ আমি চাই ও সুধু
আমাকে ঘৃণা করুক আমাকে ভূলে যাক
কিন্তু আমি কি ওকে ভূলতে পারব কেন
জানি খুব কষ্ট হচ্ছে এখন বিকেল
৪টা বিয়ে মনে হয় শেষ হয়েগেছে আর
আমার তানিশা অন্যের হয়েগেছে।।।
.
রাত
২টা আমি ছাদে বসে তারা গুনছি না আমি একা নয়
সাথে তানিশাও হুম তানিশার
বিয়েটা শেষ পর্যন্ত আমার সাথেই
হয়েছে।বিয়ের দিন তানিশা বিষ
খেতে চেয়েছিল
এবং সেটা তানিশার
মা বুঝতে পেরেছিলেন
এবং তানিশাকে চাপ দিতেই আমার
কথা সব বলে দেয় ফলে আর
কি করা একটি মাত্র মেয়ে তাই মেয়ের
সুখের জন্যই আমার
কাছে মেয়েকে তোলে দেয়া হয়।।
-এই তানিশা ঘুমাবেনা।
-না।
-আরে চল তো।
-না যাব না তোমার
কাধে মাথা রেখে আজ সব তারা গুনব।
-এই তুমি কাঁদছ কেন।
-তুমি আমাকে ভালবাস তো।
-আবার জিজ্ঞায় ভাল
না বাসলে একদিনে ৩প্যাকেট
সিগারেট শেষ করতাম।
-কি তুমি ওই সব ফালতু জিনিস খাইছ আজ
মেরে ফেলব।
-এই আস্তে মার লাগে তো।
-আচ্ছা মারব না এখন বিরক্ত কর
না তো তারা গুনছি।
আমার
কাধে মাথা রেখে পাগলিটা আকাশের
দিকে চেয়ে আছে আর আমার ঘুম
পাচ্ছে।তবে পাগলিটার খুব সুন্দর
লাগছে।