মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ২৩৬- একলা পথিক

(লেখাঃ রাইসুল ইসলাম)

ছেলেটিকে খুব ভালবাসতো মেয়েটি।
খুব ফুটফুটে একটি মেয়ে।
ছিপছিপে গড়ন। গায়ের
রং হলদে সাদা। বড় বড় চোখ।
মুক্তোর মত দাঁত। আর দাঁত
না দেখিয়ে হাসি মেয়েটিকে দিয়েছে বিশেষত্ব।

দুই বছরের সম্পর্ক ওদের ।প্রথম দেখাতেই
ভাললাগা ।তারপর বন্ধুত্ব ,পরে প্রেম ।
কিন্তু অবাক করা বিষয় তারা কখনও
একসাথে বাইরে বের হয়নি ।
হয়নি হাতে হাত রেখে বলা
"ভালোবাসি তোমাকে "।

মেয়েটির খুব ইচ্ছা করে তারা একদিন
কোন এক অজানা গ্রামের
পথে হারিয়ে যাবে ।
যেখানে থাকবে না কোন পিছুটান
থাকবে না ঘরে ফেরার তাগিদ ।
তারা হয়ে যাবে পাখি ।সারাদিন
একে অন্যের মনের আকাশে বিচরন
করবে ।একটুকরা খাবারও ভাগ
করে খাবে ।উড়তে উড়তে পথ
হারিয়ে ফেললেও দুজন
মিলে খুজে নিবে আপন ঠিকানা ।
একসাথে বৃষ্টিতে ভিজবে ।কোন এক
ঝড়ের রাতে দুজন মিলে পাতার
ফাঁকে আশ্রয় খুজে নিবে ।মেয়েটি ভয়
পেলে ছেলেটি তার পালক
দিয়ে মেয়েটিকে ডেকে রাখবে ।

মেয়েটির এতসব ভাবনার কথা যখন
ছেলেটিকে জানায়
ছেলেটি তাতে কোন সাড়া দেয় না ।
ছেলেটি বলে আগে ভাল
করে পড়াশোনা কর তারপর সব হবে ।
মেয়েটির খুব কষ্ট হয় এটা শুনে ।তার
দুচোঁখ বেয়ে চলে শ্রাবনের অবিরাম
বর্ষন ।মেয়েটি অনেক কষ্টেও অশ্রু
লুকাতে পারেনা ।কিন্তু ছেলেটি তখনও
নিশ্চুপ ।সে যেন বুঝেও বুঝে না ।
না বুঝলে বুঝার চেষ্টাও করে না ।

মেয়েটি ভাবে ছেলেটি হয়তো তাকে ভালবাসেনা ।
ভালবাসবেই বা কেন ?
ছেলেটি যে বুয়েটে পড়ে ।সে কেন তার
মত একটা ইন্টার মিডিয়েট পড়া মেয়ের
পিছনে পড়ে থাকবে ।তার তো মেয়ের
অভাব নেই ।
ভাবতে ভাবতে মেয়েটি নিঃশ্বাস বন্ধ
হয়ে আসে ।সে যেন পৃথিবীতে নেই ।
অন্য কোন গ্রহে আছে ।
সেখানে অক্সিজেনের খুব অভাব ।
আসলে তো তাই ।ছেলেটি যে মেয়েটির
পৃথিবী ।

তার প্রায় দশ বছর
পরে নদী তীরে বসে একটা ছেলে আর
মেয়ে ।
তারা স্বামী স্ত্রী সকালে বেরিয়েছে বাসা থেকে ।
একসাথে ঘুরে বেড়িয়েছে যেখানে খুশি ।
এখন তারা একটি গাছের ছায়ায় নদীর
বয়ে চলা স্রোত দেখছে ।
মেয়েটি ছেলেটির
কাধে মাথা রেখে ভাবছে সে যেন
সর্গে আছে ।আর আজ
সে বুঝতে পারছে কেন ছেলেটি দশ বছর
আগে এই কাজটা করেনি ।আজ মেয়েটিও
ডাক্তার ।খুব ভালভাবেই তাদের
পরিবার মেনে নিয়েছে তাদের সম্পর্ক ।
আজ মেয়েটিকে ছেলেটির অযোগ্য কেও
বলবে না ।আর এই জন্য ছেলেটি তখন
মেয়েটির কথার গুরুত্ব দেয়নি ।কিন্তু আজ
তারা সুখি ,খুব সুখি ।