মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১৩৬- PRESS (১৮+)

এই আসন্ন গ্রীষ্মকালে সবচেয়ে বেশী কানমলা কে খাবে বলুন তো?
...
ফ্যানের রেগুলেটর।
----------

একটা সুন্দর রেস্তোরাঁতে ...
কর্তা :- চল, খাবার এসে গেছে টেবিলে, খাওয়া যাক।
গিন্নি :- কিন্তু তুমি তো বল, খাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করতে!
কর্তা :- সে তো বাড়ীতে,এখানকার রাঁধিয়ে জানে, কি ভাবে রান্না করতে হয়।
------------

লুলু পাগলকে পুলিশ ধরে নিয়ে গেছে।
খবর পেয়ে পাড়ার ছোট ভাই সিদ্দিক
গেল থানায় দেখা করতে আর
কারণটা জানতে।
সিদ্দিকঃ ভাই কি হইছিল, এতো লোক
থাকতে পুলিশ আপনার মত পাগলা,
মানে ভাল মানুষরে ক্যান ধরল?
লুলু পাগলাঃ আর কইয়ো না সিদ্দিক,
রাস্তার ধারে দাঁড়ায় ছিলাম, এক
মাইয়া যাইতেছিল সামনে দিয়া।
হের বুকের উপর একটা কার্ড
ঝুইলা আছে, লেখা “PRESS”। আমি তাই
দেইখা দেরি না করে ভাল ছেলের
মত “PRESS” কইরা দিলাম।
মাইয়াটা চিল্লান দিল আর পুলিশ
আমারে ধইরা আনল থানায়। এখন বল
আমার দোষটা কথায়?