মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

>> May 9, 2014

“প্রশ্নপত্র আউট হয়েছে... কিন্তু উত্তরপত্র তো আর আউট হয়নি”

আমাদের সময়; ফার্স্টবয়দের কাছে যে নোট থাকত, সে মরে গেলেও সেকেন্ডবয়কে সেটা দেখাতো না

তেমনি, সেকেন্ডবয়ের কাছে যে নোট থাকত, সেও সেটা থার্ডবয়কে দেখাতো না


এভাবে চলতেই থাকত... আমি লাস্টবয়ও আমার নোট, ফার্স্টবয়কে দেখাতাম না (... এটা অবশ্য লজ্জায় দেখাতাম না)

আমাদের সময় যদি পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র আউটও হতো; তবুও ক্লাসের ফার্স্টবয়টা, তার নোটের জন্য পরীক্ষাতে ফার্স্টই হতো

সারা বছর খেটে ... বিভিন্ন স্যারের কাছে ঘুরে ঘুরে... সে যে নোট বানিয়েছে, সেটার একটা মুল্য আছে না?

পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র আমি হাতে পেয়েও, কোনোদিনই ফার্স্ট বয়ের মত উত্তর লিখতে পারতাম না

হ্যা... প্রশ্নপত্র আউট হওয়ায় অবশ্য লাভ হবে ক্লাসের সেই লাস্টবয়টার, যার পরীক্ষায় শিওর ফেল করার কথা ছিলো

সে এখন পাশ করে যাবে

তার মানে, পাশের হার বাড়বে... কিন্তু যার স্ট্যান্ড করার যোগ্যতা আছে, সে ঠিকই স্ট্যান্ড করবেই...

আমাদের সময়, প্রথম সারির ভালো ছাত্রদের উপর প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রভাব কিন্তু পড়ত না

কিন্তু এখনের ভালো ছাত্রদের উপর পড়ছে... কেন পড়ছে?

... কারণ আমাদের রেজাল্টের সিস্টেমটাতেই গলদ আছে

আমাদের সময় সর্বোচ্চ রেজাল্ট i.e বোর্ড স্ট্যান্ড করত ২০ জন... আর এখন সর্বোচ্চ রেজাল্ট (গোল্ডেন জিপিএ) নাকি পায় লাখের উপরে

আমি তো জানতাম... সমাজে, ভালোর ক্যাটাগরি থাকা উচিত ৩ টা; গুড / বেটার / বেস্ট

কিন্তু বোর্ডের রেজাল্টে তো দেখি, বেস্টের সংখ্যাই বেশী

... দেশে এতোই যখন বেস্টরা আছে, তাহলে আজও দেশের এই অবস্থা কেন রে ভাই?

আজ থেকে ৯ বছর আগে, আমি যখন ইংল্যান্ডে এমবিএ করি ... তখন আমাদের এক্সাম কিভাবে হতো জানেন? আমাদের এক্সাম হতো ‘Open Book Test’

বই নিয়ে আসো পরীক্ষার হলে... এবার খুঁজে খুঁজে উত্তর বের করে তা লিখো

যে ভালো ছাত্র, সে ঠিকই জানে ৩০০ পৃষ্ঠার বইয়ে, উত্তরটা কোন কোন পেইজ ঘাঁটলে পাওয়া যাবে

আর যে আমি, সারা বছর পড়িই নাই... সে বগলে করে হলে ৩ টা বই নিয়ে গেলেও লাভ হতো না... এদিক ওদিক তাকাতেই হতো

সুতরাং... যে স্ট্যান্ড করার না, সে প্রশ্ন পত্র ফাঁস হলেও করবে না

বড়োজোর পাশ করবে... দেশে পাশের হার বাড়বে

কিন্তু স্কুলের যে ক্রিমগুলো আছে, তাদের ঠিকই উৎরে আসার কথা

আচ্ছা এভাবে চিন্তা করেন, আজকে যদি বলা হয় ‘পরীক্ষার হলে নকল আনতে পারবেন’... তখন কি মনে করেন নকল করে কেউ বোর্ড স্ট্যান্ড করে ফেলতে পারবে?

উহু... তার অবস্থান, আগে যেখানে ছিলো... সেখানেই থাকবে

প্রশ্নপত্র আউট হওয়াটা অবশ্যই ক্ষতিকর ... অবশ্যই অবশ্যইই ক্ষতিকর... আমি শুধু বলতে চাচ্ছি; আমরা কিন্তু আসল প্রবলেমটা ধরতেও, দেরি করে ফেলছি

... প্রায়োরিটি লিস্টের ১ নম্বর প্রবলেমটা রেখে, আমরা ৩ বা ৪ নম্বর প্রবলেমটা নিয়ে উঠে পড়ে লেগেছি