মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

>> May 31, 2014

“বস অটো লাইক কই পাওয়া যায়?”

...ঘন্টায় ৩০/৪০ টা ইনবক্স শুধু আসে, এটা জিজ্ঞেস করেই

মেজাজ ভালো থাকলে উত্তর দেই, “কারেন্ট যেভাবে যায় আসে, তাই ভাবছি আমি আমার সেকেন্ড হ্যান্ড মেশিনটা বিক্রয় করিব, কত দিবেন?”


আর মেজাজ খারাপ থাকলে নগদে ব্লক করে দেই

একসময় প্রবাদ ছিলো; ‘দুই দিনের বৈরাগী - ভাতেরে কয় অন্ন’

..আর ইদানিং প্রবাদটা দাঁড়িয়েছে; “দুই দিনের বৈরাগী – লাইকেরে কয় লাইফ”

কিছু মানুষের জন্য লাইক পাওয়াটা ... লাইফের থেকে বেশী দরকার মনে হচ্ছে

... আমি একজনকে চিনি, যিনি আমি পোস্ট দেয়ার পর থেকে স্টপ ওয়াচ নিয়ে বসে থাকে

একদিন ইনবক্সে জানালো, ‘বস ২ মিনিটে লাইক হওয়ার কথা ৪৬৫ টা... আজকে আপনার হয়েছে ২২৯ টা ... কোনও এলাকার সার্ভার ডাউন হয়ে গেছে মনে হয়’

...আরেকজনকে চিনি, যিনি গবেষণা করে প্রতিদিনই নতুন নতুন বুদ্ধি বের করে আমাকে ইনবক্স করেন

গতকাল বলছে; ‘বস লাইক বাড়ানোর ট্রিক শিখে গেছি... পোস্ট দেয়ার পর, ২ মিনিটের মধ্যে সেটার প্রাইভেসি friend only করতে হবে ... তার ২ মিনিটের মধ্যে সেটা friend of friends করতে হবে, তার ২ মিনিটের মধ্যে সেটা আবার public করতে হবে...

এভাবে করতে থাকলে, সেটা একবার মানুষের হোম পেইজে একবার আসবে, একবার যাবে... চোখে সেটা পড়বেই ... লাইক না দিয়ে যাইবো কই? গুল্লি জায়গামত লাগবই লাগবো’

আমি বললাম, “ভাই এটা স্ট্যাটাস... বিয়ে বাড়ির লাইট না যে একবার জ্বলবে একবার নিভবে”

...আরেকজনকে চিনি, যিনি ১০০ টা একাউন্ট খুলে রেখেছেন শুধু তার নিজের পোস্টে লাইক দেয়ার জন্য

নিজের পিঠ নিজে চুলকানো ভালো... তবে তাই বলে এভাবে?

আজকের পোস্টটা যেহেতু সেলফি টাইপ হয়ে যাচ্ছে ... আরেকটু হোক

বাংলাদেশের ফেসবুক কমিউনিটিতে, কোনও পার্সোনাল একাউন্টে ফলোয়ার সবচেয়ে বেশী আমার ... দ্বিতীয় হলেন শাইখ সিরাজ

...এখন আপনি কি হতে চাইবেন?

অনলাইনে হাজার লাইক পাওয়া আমি? … নাকি, অফলাইনে লক্ষ লাইক পাওয়া তিনি?

আমিই নিজেই যেখানে তাদের মত হওয়ার চেষ্টা করছি, সেখানে আপনি কেনও আমি হতে চাচ্ছেন?

টার্গেটই তো ভুল করছেন … গুল্লি লাগবে কিভাবে ????