শুনো ভাইয়ারা, আমাদের সময় যখন বোর্ড রেজাল্ট দিতো তখন না ছিলো ইন্টারনেট ... না ছিলো মোবাইল
মাড় দেয়া শার্ট পরে ... ঘামতে ঘামতে ধাক্কা ধাক্কি করে, স্কুলের বাইরের ওয়ালে টাঙ্গিয়ে দেয়া কাগজে রেজাল্ট দেখতে হতো
অনেক কষ্টে নোটিশ বোর্ডের সামনে যেয়ে টাইট মেরে দাঁড়িয়ে থাকতাম ... নিজের রেজাল্ট দেখার পরেও নড়তে ইচ্ছে হতো না
...পিছন থেকে হয়তো ক্লাসের ফার্স্টবয়, অতীব শুদ্ধ ভাষায় বলছে;
“আরেফ আরেফ, একটু দেখে দে তো ক'টা লেটার পেয়েছি”
‘১১ টা পাইসস ... ১১ টা... ভাগ এখন’
“কি বলছিস?? সাবজেক্টই তো ৯ টি ... ১১ টি পেলাম কেমনে রে?”
‘শিক্ষা বোর্ড তোরে আতলামি আর ভোন্দামির জন্য ২ টা এক্সট্রা লেটার দিসে... তুই এখনও ভাগস নাই?’
---
Thomas Edison তার রেজাল্টের আগে বলেছিলেন, “a single sheet of paper can't decide my future”
পরে আর কিছু বলেনি... বাকিটা আমি বলে দেই
"আপনার আশেপাশের মানুষের ইম্প্রেশনই, আপনাকে একদিন আলাদা করবে"
...আপাতত, সাব্জেক্টের বাইরে এক্সট্রা দুটো লেটার না পাওয়ার জন্য আপনাদের সবাইইকে শুভেচ্ছা
শুরু হক পথচলা...