মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

>> June 5, 2014

কতো রকম ক্লাব যে আমাদের আছে; উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, অফিসার্স ক্লাব, আর্মি অফিসার্স ক্লাব, লেডিস ক্লাব, ইয়ুথ ক্লাব ... নাম বলে শেষ করা যাবে না

আচ্ছা, আমাদের children club নেই কেন?

“ও আল্লাহ ... কি আবোল তাবোল কথা... চীল্ড্রেন্স ক্লাবে আবার কি হবে?”


... গুগল সার্চ করে দেখেন; Baby Gym বলে একটা জনপ্রিয় ইন্টারন্যাশনাল চেইন আছে

“(আবার) ও আল্লাহ ...এই Baby Gym এ কি করে? তারা বাচ্চাদের এক্সারসাইজ করায়? এই বয়সেই?”

হ্যা... তারা এক্সারসাইজ করায়; তবে শরীরের না, মাথার

আমাদের পিচ্চিরা, ২০ ফিট বাই ২০ ফিট এপার্টমেন্টে থাকতে থাকতে তাদের আইকিউ আস্তে আস্তে কমে যাচ্ছে

অনেকদিন আগে একটা এড দেখেছিলাম; এক পিচ্চি তার বন্ধুকে বলছে “যাই রে, আব্বা ঢাকায় নতুন এপার্টমেন্ট কিনেছে”

তার বন্ধু বলছে, ‘বিকালে খেলবি কোথায়? ঢাকায় তো মাঠ নেই’

“তো কি হয়েছে... কম্পিউটারে গেমস খেলবো”

‘ঘুড়ি? ... ঘুড়ি উড়াবি কোথায়? কম্পিউটারেই?’

... আমাদের দেশে আসলেই এই ‘বেবি জিম’ বা ‘চীল্ড্রেন্স ক্লাব’ বেশি দরকার

এখানে হয়ত, সপ্তাহে একদিন আব্দুল্লাহ আবু সাইয়িদ স্যারের মত মানুষরা এসে গল্প শুনাবে... বা, একদিন আপনি এসে আপনার স্ট্রাগ্লিং লাইফের কাহিনী বলবেন... বা, একদিন তাদের মজা করে নামতা শিখানো হবে

বা ... মাঝে মাঝে মজার মজার ধাঁধা শেখানো হবে; সেই ছোট বেলায় পড়েছিলাম; “তিন অক্ষরের নাম যার পানিতে বাস করে, মধ্যের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে”

শেষ কবে এটা, আপনি কাউকে ধরেছেন?

আমাদের নিজেদের ব্রেইনই লক হয়ে আছে, শিশুদের ব্রেন খুলবো কিভাবে?

উহু ... সেই ধাঁধার উত্তরটা ‘চিতল’ না

...উত্তরটা চীল্ড্রেন

মধ্যের অক্ষর বাদ দিলে; সত্যি সত্যি তারা পানি থেকে উঠে, আকাশেতেই উড়বে

জ্ঞানে ভাসতে বা উড়তে, আগের দিনের মত তাদের সুদূর চীন দেশে পাঠানো লাগবে না

... আপনারা-আমরাই যথেষ্ট