নতুন বছরের একটি পুরানো আতংকের নাম; ‘সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী’
ছোটবেলায় ভাবতাম; সাদা পোশাকের পুলিশ মানে, চিত্রনায়ক জসিমের মত সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা স্যুট, সাদা মোজা পরা থাকবে... তাই আমি বড় হলে সহজে সাদা পোশাকের পুলিশ চিনে নিতে পারবো
কিন্তু যত বড় হচ্ছি, ততই সব কিছুই কেন যেন ‘সাদার উপর সাদা’ লাগছে
গতসপ্তাহে খবরে দেখলাম, “সাদা পোশাকের অমুক বাহিনী একজনকে ধরে নিয়ে গেছে, আর তার দুদিন পর ধৃত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে ধান ক্ষেতে… লাশের হাতে আবার পুলিশের হ্যান্ড-কাফ লাগানো… কিন্তু কোনও আইনশৃঙ্খলা বাহিনীই স্বীকার করছে না যে, তারা ওকে উঠিয়েছে”
এই সপ্তাহে খবরে দেখলাম, “মগবাজার থেকে ৫ জন ভুয়া ডিবি ধরা পড়েছে। এদের কাছে পাওয়া গেছে, ওয়াকিটকি, হ্যান্ড কাফ, ডিবি লেখা জ্যাকেট, আর ‘থামুন’ সাইন লেখা RFL প্ল্যাস্টিকের দুটো স্ট্যান্ড”
...এই বিষয়টার প্রতি সরকারের সিরিয়াস সুনজর আশা করছি !
আমি বুঝি না; স্পেশাল অপারেশন ছাড়া, সরকারের দেয়া ড্রেস না পরে সাধারন জনগনের মাঝে কনফিউশন ক্রিয়েট করার এদের দরকারটা কি? আপনাদের জন্য যেটা নির্ধারিত ড্রেস, সেটা যদি না পরেন, তাহলে পাবলিকের জন্য যেটা নির্ধারিত ড্রেস, সে সেটা না পরলে, “ওকে পাগল বলেন কেন”?
কয়েকদিন আগে রাত প্রায় ১১ টার দিকে বনানীতে কয়েকজন “সাদা পোশাকের কি-জানি” আমার গাড়ি থামালো ! আমি দরজা ভিতর থেকে লক করে, গাড়ির গ্লাস দুই ইঞ্চি নামিয়ে জিজ্ঞেস করলাম ‘ব্যাপার কি?’
সাদা পোশাকের প্রধান আমাকে বলল, “গাড়ি থেকে নামেন”
আমি বললাম, ‘পারবো না’
“কেন পারবেন না?”
আমি বললাম, ‘আপনার আইডি দেখান’
“আমরা মানুষের কাছে আইডি দেখতে চাই আর আপনি দেখতে চাচ্ছেন আমার আইডি?? আমরা RAB-1”
‘উহু...মুখে বললে হবে না...আইডি দেখান... RAB-1 নাকি RAB-420 আমি কিভাবে বুঝবো?’
এবার উনি আমাকে জিজ্ঞেস করলেন, “আপনার পরিচয়?”
আমি বললাম, ‘আমি মেজর ডালিম’
উনি গ্লাসের ফাঁক দিয়ে আমার নাদুস নুদুস শরীর দেখে মোটামুটি শিওর হলেন যে, আমার ফিগার আর যাই হোক ... সেনাবাহিনীর ফিগার না
উনি জিজ্ঞেস করলেন, “আপনি, কত লং কোর্স?”
আমি না বুঝেই বললাম, ‘ছয় ফিট দুই ইঞ্চি’… আপনি? ...আপনি কত লং?’
উনি আমার উত্তর ও পাল্টা প্রশ্ন শুনে ধাক্কা খেলেন... তারপরেও, নিজেকে সামলে নিয়ে, ফাইনাল শিওর হওয়ার জন্য উনি আবার জিজ্ঞেস করলেন, “আপনি সেনাবাহিনীর কোন উইং ...আর্টিলারি না কমব্যাট?”
আমি ছোটবেলায় মরটাল কমব্যাট গেইমের যেকোনও একটা ক্যারেক্টারের কথা বলতে যাবো এমন সময় হেসে দিলাম !
বললাম; ভাই আপনি সত্যি সত্যি ‘সাদা পোশাকের আসল RAB’ হলে... আমি ‘ভাল পোশাকের জনগণ’
‘...গাড়ি অবশ্যই চেক করবেন, সমস্যা নাই কিন্তু আইডি দেখান। যতক্ষন না দেখাবেন, আমি নিজেকে একবার মেজর... একবার কর্নেল... একবার জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ... একবার শেখ ফ্যামিলির লোক ইত্যাদি ইত্যাদি বলেই যাবো
রেকার দিয়ে আমার গাড়ি উঠিয়ে হাইকোর্ট নিয়ে যেতে চাইলে নেন, তাও আমি গাড়ি থেকে বের হবো না... দরজা জানালা লক করে বসে থাকবো
আমি জানি, আমার গাড়িতে আপনি কিছু খুঁজে পাবেন না ! আর ‘আমি মেজর’, মিথ্যা বলার কারণেও কোনও স্ট্রং কেইসও কিন্তু দাড়া করাতে পারবেন না কোর্টে কারণ, দেশে মিথ্যে বলার কোনও আইন নাই
কিন্তু আমি বের হয়ে যদি দেখি আপনি ভুয়া RAB, তাহলে আমি তো শেষ ভাই
এখন সিদ্ধান্ত আপনার...’
আইনশৃঙ্খলা বাহিনীর লোক যে এতো সুন্দর করে হাসি দিতে পারে, আমার জানা ছিল না
আমি শিওর... তাদের পোশাকি হাসিটা আরও সুন্দর দেখাবে
জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে গ্যাপ যেনও আর না বেড়ে যায় তাই আশা করি পলিসি মেকাররা, এই “সাদা পোশাকের কি-জানি” ইস্যুটির দিকে সজাগ দৃষ্টি দেবেন