মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

>> January 16, 2014

স্কুলে, বড় মেয়ের “যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা হবে

বাপ-কন্যারা মিলে চিন্তা করছি, কি সাজা যায়

যদিও আগে থেকে প্ল্যান ছিলো, দূত সাজবে ... দেবদূত


কিন্তু এরশাদের কারণে প্ল্যানটা ভেস্তে গেলো ... চিকন মোছ ওয়ালা দূত... উহু ভালো হবে না

...এর মধ্যেই মেয়ের এক ছেলেবন্ধুর বাপ ফোন দিলো;

“আরিফ সাহেব ফলস দাড়ি আছে? ফলস দাড়ি?”

‘ভাই, আমার অরিজিনালটাই ঠিক মতো নাই... fill in the gaps এর মতো, জায়গায় জায়গায় দাড়ি উঠে’

“আচ্ছা রাখি তাহলে”

‘দাড়ি খুঁজছেন কেন?’

“প্রতিযোগিতায়, ছেলেকে যুদ্ধাপরাধী সাজাবো... তাই”

...

এমন দিন আসলো, আমাদের মাথায় ঢুকে গেছে যে; যুদ্ধাপরাধী মানে দাড়ি থাকতে হবে... বিদ্বান সাজতে চোখে চশমা দিতে হবে... রাজনীতিবিদ সাজতে পেট মোটা করতে হবে ... চোর সাজতে রোগা পটকা দেহ থাকতে হবে

সিরিয়াসলি... আই মিন সিরিয়াসলি; কারো কি ধারনা আছে একজন মানুষ দেখতে কেমন হবে?

...ভাবছি, মানুষ সাজিয়ে পাঠাবো