কিছু জিনিস, বোধয় সরাসরি না বলাই ভালো
আমার এক বন্ধু, প্রতি বৃহস্পতিবার বন্ধুদের সাথে আড্ডা মারতে যায়
বউকে সে বলেছে, ‘সপ্তাহের এই দিনটা আমরা বন্ধুরা সবাই একসাথে বসে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করি’
... তাই প্রতি সপ্তাহে আমাকে যেতেই হয় ... মানা করবে না
বউও, প্রতি সপ্তাহে তাকে তার বন্ধুদের এই “মত বিনিময় সভায়” যেতে দেয়
এটা আসলে, তার মিচকা বন্ধুদের কোড ল্যাঙ্গুয়েজ... আসলে বন্ধুরা এক সাথে বসে মদ্যপান করে... গ্লাসে মদ ঢেলে, বিনিময় বিনিময় খেলে tongue emoticon
পাবলিক যাতে বুঝতে না পারে, তাই প্রোগ্রামটার কোড হলো; “মত বিনিময় সভা” tongue emoticon
বোকার মতো, সে যদি প্রতি বৃহস্পতিবার সন্ধায় মাড় দেয়া পাঞ্জাবি পরে এসে বলতো, ‘যাই বউ একটু মদ খেয়ে আসি’
...খবরই ছিলো
তাই, সত্যি হলেও কিছু জিনিস বোধয় সরাসরি না বলাই ভালো
--
সেইই ছোটবেলা থেকেই দেখে আসছি,
বিএনপি বা লীগ যেই দলই সরকার গঠন করত, ৫ বছর জনগনের টাকা লুটেপুটে খায়
বিরোধীদল তখন, ভুখা-নাঙ্গার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতো
... আবার ঠিক ৫ বছর পরে, তার উল্টোটা হতো
কিন্তু, এবার দেখি সংসদের বিজয়ীদল আর বিরোধীদল... দুয়ে মিলেই সরকার গঠন করছে
তাই, বোকার মত যদি বলেন “ইয়া খুদা, এই দুই দলই তো এখন মিলেমিশে দেশটাকে লুটেপুটে খাবে”
... খবরই আছে
তাই স্মার্টলি বলবেন; “.....আগামী ৫ বছর, সমমনা সরকারী ও বিরোধীদলের মতের আদান প্রদান, ভালোই হবে মনে হচ্ছে”