মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১৮৬- স্নিগ্ধময় এক সন্ধ্যা

বিছানায় আধশোয়া হয়ে হুমায়ুন আহমেদের "অপরাজিতা"
উপন্যাসটা পড়ছি ! সময়টা বিকেল
পেরিয়েছে ! এক একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব ! উপন্যাসের
মধ্যে অনেকটাই হারিয়ে গেছি আমি ! হঠাৎ আন্টির কথায় ভাবনার ছেদ পড়ল !
-হিমু, মিরা কি তোমাদের বাসায় ?
-না তো ! ও কি বাসায় ফিরেনি ?
-না ! তুমি একটু গিয়ে দেখ না ! ও
তো কোচিং থেকে এম্নিতে সন্ধ্যার
অনেক আগেই ফিরে !
-আচ্ছা আন্টি আমি যাচ্ছি ! উপন্যাসটা ছাড়তে মোটেও ইচ্ছে হচ্ছিল
না ! তবু মিরা ! আমার হবু .........! তাই
ইতস্তত করে বাসা থেকে বেরিয়ে পড়লাম !
মাগরিবের আজান পড়েছে ! মফস্বল এলাকা হওয়ায় শীত এখানে তেমন
একটা জেকে বসেনি এখনো ! রাস্তায় লোকজন কম ! মাঝেমধ্যে রিক্সার
টুংটাং শব্দ কানে আসছে ! কয়েকজন লোক টুপি মাথায় মসজিদের
দিকে এগোচ্ছে ! রাস্তার একপাশটাতে কয়েকজন লোক
দাড়িয়ে আছে ! হয়ত এম্নিতেই ! রাস্তায় অনেকটা আবছ্া আলো !
হাটতে হাটতে মিরাদের কোচিংয়ের কাছেই চলে আসছি ! ওর বান্ধবীদের
সাথে দেখা হল ! ওরা অবশ্য আমাকে চিনে ! কিছু জিজ্ঞেস করার
আগেই মিরাকে দেখিয়ে দিল ! আমি বিনয়সূচক হাসি দিতে গিয়ে দিতে পারলাম
না ! কেমন যেন আটকে গেল ! আমার পরীটাকে দেখা যাচ্ছে !
হালকা অন্ধকারের আবছায়ায়
ওকে দারূন দেখাচ্ছে ! খুব আস্তে আস্তে হাটছে ! নেই কোন
তাড়া, আছে এক স্নিগ্ধময় পরশ ! আমি একটু কাছে গিয়ে মিরার হাতটা ধরলাম !
কিছুক্ষন চুপচাপ ! তারপর.....
-এই হিমু, তুমি আমার হাত ধরলা কেন ?
-হাত ধরার অধিকারটা বুঝি আমার নাই ?
-হুম ছিল ! কিন্তু এখন নাই ! কারণ
অধিকারের পরিচর্চা না করলে সেটা হারাতে হয় !
-ও...! আসলে কালকে আমি........!
-হিমু, প্লিজ তোমার অজুহাত আমি আর
শুনতে চাচ্ছি না !
-আচ্ছা শুনতে হবে না ! এখন বল
দেরি হচ্ছিল কেন ?
-এম্নিতে !
-না এম্নিতে না !
-আসলে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল! তাই লেইট করে আসছিলাম ! কারণ আমি লেইট
করলে আম্মু তোমাকে পাঠাবে তাই !
-আমার বউ
তো দেখছি হেব্বি ইন্টেলিজেন্ট!
-ঐই বউ বলবা না একদম !
-কেন কেন ?
-এখনো বিয়ে করোনি তাই !
-কিন্তু আমার তো বউ ডাকার খুব শখ !
-তো ?
-চল ?
-কোথায় ?
-কা আ জী........!
-বেশি কথা বললে একদম......!
-একদম কি ?
-কিছু না !
-মিরা ?
-হু ?।
-ভালবাসি !
-হুম জানি !
-তুমি বলবা না !
-না !
-কেন ?
-এম্নিতেই ! তোমার শাস্তি !
-যাও যাও বলতে হবে না !
-হেই রাগ করলে নাকি ?
-জানিনা ! আমি রাগ করলে তোমার
কি ?
-হু কিছু না !
-কি ?
-না অনেক কিছু !
-তো ?
-হুম ভালবাসি !
-শুনলাম না তো !
-ভালবাসি ভালবাসি !
-উফ আরো একটু জোরে !
-ভালবাসি ঈ.....!
-আর একবার ?
-না আর একবারও না !
-প্লিজ ?
-থাপ্পড় ?
-হুম ! পারবে তো দিতে ?
-না পারব না !
-কেন ?
-খুব খুব ভালবাসি তাই !
প্রকৃতি মানুষের কোন চাওয়ার অপূর্ণতা রাখে না ! সব পরিপূর্ণ
করে তোলে ! তাই হয়ত আমরা এই দুজন কিশোর কিশোরীর পরিপূর্ণতার জন্য
প্রকৃতির আজকের আয়োজন এই স্নিগ্ধময়
সন্ধ্যা !