মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

স. ৩৭- মানুষ হাল ছাড়ে, আল্লাহ তাআলা নাহ।

(বক্তাঃ নোমান আলী খান)
আল্লাহ বলেন - তুমি যে বিক্রয়টি সম্পন্ন করেছে এই মাত্র তার জন্য অভিনন্দিত হও।

জান্নাতের বিনিময়ে তোমার যেসব জিনিস দিয়ে দিয়েছ সেজন্য অভিনন্দন...

অথচ আপনার চারপাশের প্রত্যেকেই বলবে আপনি চরম বোকা, আপনার জীবনের সব শেষ হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে জীবনের আনন্দ।


সবাই বলবে তুমি তোমার যৌবন দিয়ে অনেক কিছুই করতে পারবে, তুমি একজন সুদর্শন নারী বা পুরুষ। তুমি যা খুশি তাই করতে পারবে অথচ হিজাব পড়ে সব শেষ করে দিচ্ছ...ঐরকম এলোমেলো দাড়ী রেখে সব বিলিয়ে দিচ্ছ। অথচ জীবনে কত আনন্দই না করতে পারতে!! অথচ তুমি এখন একা হয়ে গেছো!

অথচ জীবন তো একটাই!! হ্যা, কাফেরদের মতানুযায়ী...
অথচ কত পার্টিই হচ্ছে, তুমিও সেগুলোর অংশ হতে পারো...আর আপনি তখন বলেন, আমি জান্নাত চাই। আর তখন সে বলে তুমি কতই না বোকা...আর আপনিও হতাশ হয়ে পড়েন। এ হতাশার সময় যখন আপনি আল্লাহর কিতাব খুলে পড়তে শুরু করেন তখন আল্লাহ বলেন - অভিনন্দন আমার বান্দা, তুমি একটি উত্তম ব্যয় করেছে, দুনিয়ার বিনিময়ে জান্নাত।

এমন সময় আপনার বন্ধু, বা পরিবারের কেউ নয়...আপনাকে একমাত্র স্বাগত জানাবে, অভিনন্দন জানাবে আল্লাহ রাব্বুল আলামীন।

অভিনন্দিত হউন...আল্লাহ আপনাকে এই দুনিয়ার মোহের বিপরীতে আপনার প্রচেষ্টাকে জান্নাতের ও আল্লাহর সন্তুষ্টির আহবান জানাচ্ছে...