মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১২- লাগাইলাম নিম গাছ, খাইতে চাই সুমিষ্ট আম!!

লিখাঃ উড়োজাহাজ (সামু ব্লগার)

রাজনীতির লক্ষ্যই যদি হয় ক্ষমতায় গিয়ে অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করার অধিকার, রাজনীতিই যদি হয় এমন যে নেতা হওয়ার জন্য এখানে উচ্চ মূল্যের বিনিময়ে কিনতে হবে নমিনেশন পেপার, রাজনীতিই যদি হয় বল প্রয়োগ করে নির্বাচনে বিজয় লাভ - তখন সেই রাজনীতি আমাদেরকে বর্তমানের ন্যায় লুটেরা নেতা উপহার দেবে, তারা ক্ষমতায় গিয়ে অসৎ পথে অর্থ উপার্জনের প্রতিযোগিতা করবে, পাঁচ বছর ক্ষমতায় থেকে আঙুল ফুলে কলাগাছে পরিণত হবে, মানুষ পোড়ানোর রাজনীতি করবে- এমনটাই খুব স্বাভাবিক নয়? আপনি লাগালেন নিম গাছ, অথচ খেতে চাচ্ছেন সুমিষ্ট আম- সেটা কি কখনো সম্ভব?

রাজনীতি করার প্রথম যোগ্যতা হওয়া উচিৎ ছিল সততা। টাকা-পয়সা থাক বা না থাক, যে মানুষটি চারিত্রিক দিক দিয়ে, সততার দিক দিয়ে, ওয়াদা রক্ষার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে থাকতেন, তাকে নেতা বানানোর কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আজকে অসৎ মানুষগুলো নেতৃত্ব দখল করে নিয়েছে। তাদের হাতে রাষ্ট্রকে ছেড়ে দিয়ে আমরা শান্তি আশা করছি। এটা কি সেই নিম গাছ লাগিয়ে সুমিষ্ট আম খেতে চাওয়ার মত অযৌক্তিক নয়?

নেতা হওয়ার জন্য কারো প্রার্থীতা করার কথা নয়। বরং দায়িত্বভারের ভয়ে তাকে পালিয়ে থাকার কথা। কিন্তু কী সুন্দর, নেতা হওয়ার জন্য টাকা ব্যয় করে নমিনেশন পেপার কেনা হচ্ছে!

জনগণের জন্য রাজনীতি করলে সম্পত্তি বাড়ে কী করে? বরং নেতা-নেত্রীদের সম্পদ কি কমার কথা নয়? যখন দেখছি তা বাড়ছে তখন বুঝতে হবে তাদের দিয়ে জনকল্যাণ হচ্ছে না, ব্যক্তিগত কল্যাণ হচ্ছে। এই নিরেট সত্যটি আমরা অনেকেই বুঝি না, আবার বুঝলেও না বোঝার ভান করি। এরপরও নিজেদেরকে সচেতন নাগরিক মনে করে নিজেদের ন্যায্য অধিকার দাবি করি। এর বদলে নির্ধারিত মেয়াদ শেষে সরকার বদল করে করে হতাশ হই।