আর্টসেল আমার অতি পছন্দের একখানা ব্যান্ড। লিঙ্কনদা, সেজান ভাই, সাজু ভাই আমাকে ছোট ভাইের মত স্নেহ করেন তাই এই ব্যান্ডটার প্রতি কেমন জানি গাঢ় মমত্ব অনুভব করি। আর্টসেলকে নিয়ে কিছু ঘটনা শেয়ার করছি
১। Engineering Institute এর এক কনসার্টে দুঃখবিলাস গান চলছে।
“ ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালো বাসা ও বোঝেনি”
ঠিক কোরাসের এই দু’লাইন পর বিষাদমাখা কণ্ঠে লিঙ্কনদা বলে উঠলেন “ও ভালবাসতে পারে না।“
বলে আবার গানে ফিরে গেলেন।(যারা অ্যালবামে গানটা শুনেছেন তারা জানেন মুল গানে এ অংশটি নেই, ওইদিন হয়ত আবেগ তাড়িত হয়ে গান গাওয়ার সময় বলে ফেলেছিলেন)
তার কিছুদিন পর ঢাকা কলেজের বিপরীত পাশে একটি যুবককে আবিষ্কার করলাম গলা ছেড়ে গান গাইছে “ও আমায় ভালোবাসেনি... “ গান শুনে দৃষ্টি নিবদ্ধ করলাম, বুঝলাম ছেলেটি মদ পান করেছে, চোখ বেয়ে নেমে গেছে কান্নার ধারা। একটু পর পর বেসুরো গলায় দুঃখ বিলাসের কোরাস গাইছে আর বলছে
“ও ভালবাসতে পারে না।” একটু বিরতি আবার শুরু হচ্ছে গান আবার সেই লাইন “ও ভালবাসতে পারে না।” ঠিক যেমনি ভাবে লিঙ্কনদা বলেছিলেন।
২।অনিকেত প্রান্তর অ্যালবাম বের হওয়ার পরের ঘটনা। ধানমণ্ডি এলাকায় অপরিচিত এক তরুণ
রিকশা ডাকছে, “আই খালি”
“কই যাইবেন?”
“পাথর বাগান”
“কই?”
“পাথর বাগান”
রিকশাওয়ালা চিনি না বলে চলে গেল, আমি স্পষ্ট দেখলাম সেই ছেলেটার মন বেজায় বেজার হল। সে সেই অবস্থাতেই অন্য রিকশা খুঁজতে লাগলো।(এখানে উল্লেখ করা প্রয়োজন ঢাকায় কলাবাগান নামক স্থান রয়েছে আর পাথর বাগান আর্টসেলের দ্বিতীয় অ্যালবামের একটি গানের শিরোনাম)
এই দুটো ঘটনাই কি প্রমাণ করে দেয় না রক সংগীত এই শহরের শরীর জুড়ে কীভাবে মিশে রয়েছে?
১। Engineering Institute এর এক কনসার্টে দুঃখবিলাস গান চলছে।
“ ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালো বাসা ও বোঝেনি”
ঠিক কোরাসের এই দু’লাইন পর বিষাদমাখা কণ্ঠে লিঙ্কনদা বলে উঠলেন “ও ভালবাসতে পারে না।“
বলে আবার গানে ফিরে গেলেন।(যারা অ্যালবামে গানটা শুনেছেন তারা জানেন মুল গানে এ অংশটি নেই, ওইদিন হয়ত আবেগ তাড়িত হয়ে গান গাওয়ার সময় বলে ফেলেছিলেন)
তার কিছুদিন পর ঢাকা কলেজের বিপরীত পাশে একটি যুবককে আবিষ্কার করলাম গলা ছেড়ে গান গাইছে “ও আমায় ভালোবাসেনি... “ গান শুনে দৃষ্টি নিবদ্ধ করলাম, বুঝলাম ছেলেটি মদ পান করেছে, চোখ বেয়ে নেমে গেছে কান্নার ধারা। একটু পর পর বেসুরো গলায় দুঃখ বিলাসের কোরাস গাইছে আর বলছে
“ও ভালবাসতে পারে না।” একটু বিরতি আবার শুরু হচ্ছে গান আবার সেই লাইন “ও ভালবাসতে পারে না।” ঠিক যেমনি ভাবে লিঙ্কনদা বলেছিলেন।
২।অনিকেত প্রান্তর অ্যালবাম বের হওয়ার পরের ঘটনা। ধানমণ্ডি এলাকায় অপরিচিত এক তরুণ
রিকশা ডাকছে, “আই খালি”
“কই যাইবেন?”
“পাথর বাগান”
“কই?”
“পাথর বাগান”
রিকশাওয়ালা চিনি না বলে চলে গেল, আমি স্পষ্ট দেখলাম সেই ছেলেটার মন বেজায় বেজার হল। সে সেই অবস্থাতেই অন্য রিকশা খুঁজতে লাগলো।(এখানে উল্লেখ করা প্রয়োজন ঢাকায় কলাবাগান নামক স্থান রয়েছে আর পাথর বাগান আর্টসেলের দ্বিতীয় অ্যালবামের একটি গানের শিরোনাম)
এই দুটো ঘটনাই কি প্রমাণ করে দেয় না রক সংগীত এই শহরের শরীর জুড়ে কীভাবে মিশে রয়েছে?