সর্দারজীঃ এই লোকগুলো সব দৌড়াচ্ছে কেন?
জনৈকঃ এটা একটা দৌড় প্রতিযোগিতা। যে জয়ী হবে সে কাপ জিতবে।
সর্দারজীঃ যদি শুধু বিজয়ীই কাপ পাবে, তাহলে বাকীরা কেন দৌড়াচ্ছে?
-----------------
সর্দারজী আয়নার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। তারা স্ত্রী তা দেখে জিজ্ঞেস করলঃ
স্ত্রীঃ এভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে কী করছ?
সর্দারজীঃ আমি শুধু দেখতে চাই যে, ঘুমন্ত অবস্থায় আমাকে কেমন দেখায়.....
-------------------
জনৈকঃ সর্দারজী, আপনার জন্ম কোথায়?
সর্দারজীঃ পাঞ্জাবে।
জনৈকঃ কোন অংশ?
সর্দারজীঃ আরে! কোন অংশ মানে কী? পুরো শরীরই পাঞ্জাবে জন্ম।
------------------
একদিন সর্দারজীর প্রেমিকা তাকে প্রশ্ন করলঃ
প্রেমিকাঃ প্রিয়তম, আমাদের এনগেজমেন্টে তুমি কি আমাকে ‘রিং’ দেবে?
সর্দারজীঃ অবশ্যই! তোমার ফোন নম্বরটা দাও, আমি অবশ্যই রিং দেব।