মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১৬৪- পোড়া স্বপ্ন

লিখা-- বিষণ্ণ রোদ্র (Arjon)

" বেশ তড়িগড়ি করেই বাসে ঊঠলো অর্ক,
এইরে আর দু' মিনিট হলেই হয়তো মিস্
করতে হতো বাস টা,!!!
.
.
অর্ক এক অতি-সাধারণ বাঙ্গালি মধ্যবিত্ত
পরিবারের ছেলে,
কিছুদিন আগেই গ্রাজুয়েশন কম্পিট
করেছে অর্ক ,,,,
.
.
" " একবছরের
মতো হলো চাকরি থেকে রিটায়ার্ড
করেছেন অর্কের বাবা, সালাম সাহেব..
.
একটা সামান্য সরকারি চাকরি করতেন
তিনি,
নিজের সবটুকু ঢেলে দিয়েছেন, একমাত্র
ছেলে অর্ক কে মানুষ করার পেছনে,
.
আর সঞ্চয় বলতেও আর তেমন কিছুই অবশিষ্ট
নেই তাদের,, একমাত্র অর্ক ছাড়া,
তাদের বার্ধক্যের সব স্বপ্ন, আশা-
আকাঙ্খা, এখন তাদের একমাত্র
ছেলে কে ঘিরে,, "
.
, বাসের কোনার দিকের সিটটায় বসে,
জীবনের
অগোছালো স্মৃতিগুলো নিয়ে ভাবছিলো অর্ক,,,
""
.
।।
.
অর্ক ঢাকায় যাচ্ছে, একটা চাকরির
ইন্টারভিঊ দিতে,
পরিবারের এমতাঅবস্থায়, একটা চাকরির
খুব
প্রয়োজন অর্কের,
কারণ, অভাব যে আর আপোষ করতে চায়
না...
.
তাই দেশের এমন অবস্থার ভেতরও,
খুলনা ছেড়ে ঢাকার
পথে পা বাড়াতে বাধ্য হয়েছে অর্ক,, ,
চাইলেও ট্রেনের শিডুল বিপর্যয়ের
কারণে, ট্রেনে যেতে পারছে না সে,
.
তাই বাধ্য হয়েই বাসের পেছনে ছোটা...
কারণ, চাকরি টা যে খুব প্রয়োজন তার, ""
.
প্রায় ঘন্টাচারেক হয়ে গেলো, বাস
ছেড়েছে খুলনা , আর যদি সব ঠিক
থাকে, সকাল ৬টার ভেতরই
ঢাকা পৌছে যাবার কথা অর্কের,,, আর
তারপর চাকরির ইন্টারভিঊ,,,
.
খুব ভয় হচ্ছে অর্কের..."
যদি চাকরিটা না হয়... "
.
রাত প্রায় ৩ টা, এখনও নিস্প্রভ অর্ক, একটু ও
ঘুম
নেই তার চোখে,
তবুও সে যেন হারিয়ে আছে, নিজের
জীবনের স্বপ্ন
দিয়ে ঘেরা... অন্য কোনো দুনিয়ায়,,,
.
হঠ্যাৎ করেই কারো আর্ত-চিৎকারে,
চিন্তাচ্ছেদ হলো অর্কের....
.
, " চারিদিকে দাঊ দাঊ
করে জ্বলছে আগুন
আর বাতাসে মানুষের করুণ আর্তনাদের
সুর,,
এ যেন এক... অন্য কোনো বিভিশিখা.. "
.
কিন্তু, এখনও আগুন ছুতে পারেনি অর্ক কে,
অর্ক ঊঠে সাহায্য করছে তার সহ-
যাত্রীদের,
যেন প্রাণ
নিয়ে বেঁচে ফিরতে পারে তারা,
.
" এমন সময় হঠ্যাৎ করে অর্কের পাশের
জানলা দিয়ে,
কি যেন এসে,
গড়িয়ে পড়লো তার পায়ের ঠিক কাছে,
.
....কিছু মুহুর্তের নিস্তব্ধতা.....আর
কিছুক্ষণের মধ্যেই দাঊ দাঊ
করে জ্বলে ঊঠলো বাসটা...
"এ যেন কোনো ভয়াভয় দাবানল, "
.
অর্ককে ঊদ্ধার করে.. কাছের এক
সেবাকেন্দ্রে নিয়ে যাচ্ছে ঊদ্ধারকর্মীরা.,
,..
.
পেট্রোল বোমার নিঃশংস আগুনে,
ঝলছে গেছে অর্কের দেহের প্রায় ৮৭
শতাংশ,
.
ইতিমধ্যে, সেবাকেন্দ্রের ডাক্তার মৃত
ঘোষণা করেছে, অর্কের দগ্ধ প্রাণহীন
লাশ টাকে,,,
.
.
না অর্ক আর বেঁচে নেই, বেঁচে নেই ওর
বাবা-মায়ের স্বপ্ন,
তার দেহের পোড়া অংশ গুলোর মতোই,
ঝ্বলসে গেছে তার সব স্বপ্ন...
সমাজে ভালো ভাবে বেঁচে থাকবার
স্বপ্ন, বাবা-মায়ের জন্য কিছু করার স্বপ্ন,
বাবার সারাজীবনের দুঃখ -কষ্টের
বিনিময়ে কিছু সুখের স্বপ্ন,,,
.
না আর কিছুই বাকি নেই, শুধু
বাকি অর্কের পরিচয়হীন দগ্ধ লাশ টা.....
__
(বাস্তবতার সাথে কল্পনার কিছু মিশ্রণ)