মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১২৯- কিছু ডাক্তার রোগী জোকস

ব্যক্তিঃ ডাক্তার, আমার ছেলে একটি চাবি গিলে ফেলেছে, তাই আমি আপনার কাছে নিয়ে এলাম।
ডাক্তারঃ আপনার ছেলে চাবিটি কখন গিলেছে?
ব্যক্তিঃ ১০ দিন আগে।
ডাক্তারঃ ১০ দিন আগে গিলেছে আর আপনি এতদিন পর নিয়ে এলেন?
ব্যক্তিঃ আসলে আমার একটা ডুপ্লিকেট চাবি ছিল। কিন্তু আজকে সেটাও হারিয়ে ফেলেছি।
------------------

মুমূর্ষ এক রোগীর পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার। মুখ বিষণ্ন করে বললেন, ‘বলতে বাধ্য হচ্ছি, আপনার শরীরের অবস্থা খুব খারাপ! এমন কেউ আছেন, যিনি আপনাকে দেখতে আসতে পারেন?’
রোগীঃ অবশ্যই, আরেকজন ডাক্তার দেখতে পারেন।
---------------

ছেলেঃ বাবা, প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়?
বাবাঃ হুমম, যায় তো।
ছেলেঃ তাহলে একটা আপেল দাও তো।
বাবাঃ তুই না আপেল খেতে চাস না! আজ কী হলো হঠাৎ?
ছেলেঃ ডাক্তার সাহেবের গাড়ির জানালা ভেঙে ফেলেছি তো!
------------------

- একটা দুঃসংবাদ আছে, রহমান সাহেব। আপনার জলাতঙ্ক হয়েছে।
- আমাকে এক টুকরো কলম দিতে পারেন?
- উইল করবেন বুঝি?
- উঁহু, কাকে কাকে কামড়াতে চাই তার একটা লিস্ট বানাব।
-------------------

রোগীঃ ডাক্তার সাহেব, আপনাকে দেখানোর পর থেকে তো বেশ ভালোই আছি। অসুবিধা শুধু একটাই। কোনো ঘাম ঝরছে না।
ডাক্তারঃ চিন্তা করবেন না, আমার বকেয়া বিলটা পেলেই সর্বাঙ্গে ঘাম ঝরবে।
------------

ডাক্তারঃ রোগটা ঠিক নির্ণয় করতে অসুবিধা হচ্ছে। নেশাটেশার জন্যই এরকম মনে হচ্ছে।
রোগীঃ ঠিক আছে ডাক্তার সাহেব। যখন ভালো থাকবেন, তখন না হয় আসব।