মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১৭১- তোমাকে খুঁজিনা আ

লেখাঃ রুদ্র গোস্বামী

খাঁ খাঁ রাতে।
শহরের ওম ভাঙা সকালে।
দগ্ধ দুপুরে-
নদীর চিতান বাঁকে,
তোমাকে খুঁজিনা আর
বলিনা আর ভালোবাসি।


রোদের বর্ণালি আঁকা মেঘে
পাখির পালকের মত মন
ভেসে গেছে একদিন-
তোমার সাকিন ভরা স্ব্প্ন আবাসে,
চাতকের মত টানে।

দিনের নিয়তি কালে
ছায়াও ফিরে আসে ঘরে;
ফেরারী সে মন-ফেরেনা।
চলে যদি গেলে পরাগের মত
ভ্রমরের কালো পায়
ফিরিয়ে গেলেনা কেন তাকে?

শক্ত চোয়াল,
সব শব্দ সাইরেন নিথর-
পাঁজরের ঘুণ হাড়ে।
একাকী আপন হারা
তোমাকে আর খুঁজিনা
বলিনা আর ভালোবাসি।