মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ২২৪- অনুভূতির গল্প

লিখাঃ হাসান

মেয়েটা এখনও স্বপ্ন দেখে
তবে ঐ ছেলেটাকে নিয়ে নয়
যে তার স্বপ্নটা ভেঙে দিয়েছে,
সে চায় এমন একজন তার হাতটা
ধরুক যে কখনও এই হাতটা ছেড়ে চলে
যাবে না,আর ঐ ছেলেটার মত তার
সাথে কখনও প্রতারনা করবে না কিন্তু
সে আর এমন কাউকে পাচ্ছে না আর
পেলেও ঐ ছেলেটার হাতটা ধরতে ভয় পাচ্ছে
কারন একটাই সে তার আগের
ভালবাসা থেকে এতদিনে শিক্ষা নিয়েছে যে কারো আবেগী কথায়
তাকে ভালবেসে ফেললে কিছুদিন পর তার খিসারত
দিতে হয়।তবুও সে তার মনকে বুঝাতে পারে না,
মাঝেমধ্যে কারো সঙ্গে বৃষ্টিতে ভিজার
প্রবল ইচ্ছাটা জেগে উঠে কিন্তু
সেই পুরনো কথাগুলো মনে পড়ায়
ক্ষনিকের মধ্যে মনটা বিষন্ন
হয়ে যায়।তখনই নতুন স্বপ্ন দেখার
বৃথা চেষ্টা করে পুরনো কথাগুলো ভুলে থাকার
খেলায় মেতে উঠে।আর কিঞ্চিত
সুখ পাওয়ার অপেক্ষায় প্রহর
গুনতে থাকে। অন্যদিকে ছেলেটা এখনও সিগারেট
ফুকেঁ, রাতে ঘুমানোর অভ্যাসটাও
সে প্রায় ভুলেই গেছে,
হাজারবার ফোনের স্ক্রিনের
দিকে তাকিয়ে থাকে কারন
যদি তার স্বপ্নপরী ভুলে কখনও ফোন
দিয়ে দেয় এই আশায়,কিন্তু প্রতিবারই
একরাশ কষ্ট নিয়ে পুনরায় সিগারেট ফুঁকতে মন
দেয়; সে এখন আর কোন মেয়ের দিকেই
তাকায় না আর তাকানোরও
চেষ্টা করে না, সব মেয়েকেই তার কাছে ঐ
ছলনাময়ীর মত মনে হয় তবুও সে মনের ভিতর
ইচ্ছে পোষে যে কেউ একজন তার
এই বদঅভ্যাগুলোকে পরিহারের
জন্য প্রতিদিন মিষ্টি কয়েকটা কথা শুনাবে,
যাকে নিয়ে সে স্বপ্ন দেখার
জন্য পুনরায় রাতের ঐ গভীর ঘুমটাকেই
বেছে নিবে। কিন্তু সে কি আদৌ এমন কাউকে পাবে যে তার এই
দুঃখগুলোকে গুছিয়ে দেবে। আর এভাবেই তাদের জীবনটা পার
হয়ে যায় কিন্তু সুখ নামক বস্তুট তাদের
কাছে অধরাই রয়ে যায়।