মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ২২৭- একটি ভালবাসার শুরু

লিখা-Ahmed Fahim(Fahim Ahmed Pappu)-

এই যে।
-আমাকে বলছেন।
-মনে হয় আপনাকেই।
-কি বলুন
-এভাবে হা করে প্রতিদিন কি দেখেন।
-কই না তো।
-আমি তো দেখি প্রতিদিন।
-ও,,আমি যাই।
-কই যাবেন।
-কাজ আছে বাই।
বাই বলেই আবির দৌড় দেয় আর পিছন
থেকে রিতু
হাসতে থাকে ছেলেটা তো খুব অদ্ভুত
কি রকম একটা মায়া মায়া চেহারা আর
কত্ত কিউট প্রতিদিন
দেখি হা করে চেয়ে থাকে কিন্তু
কিছু বলে না আস্ত একটা গাধাঁ।।
★উফ আজ মেয়েটার
কাছে তো ধরা খেয়ে গেছি দেখে যেতটা মায়াবী মনে হচ্ছে কিন্তু
কথা বার্তায় বুঝলাম ঝাল মরিচ আরেকটু
হলে চড় বসিয়ে দিত যাই হউক এই
মেয়েকেই চাই কোন কথা হবে না।।।
.
আবির অনার্স ফাইনাল ইয়ার এর ছাত্র
পড়াশোনায় ভীষন
মেধাবী সাথে খেলাধুলায় ও
খেলা আর বই ছাড়া কিছুদিন
আগে কিছুই বুঝতনা আবির কিন্তু হঠাৎ
করেই এই রিতুটাকে দেখার পর থেকেই
সব গোলমাল খেয়ে গেছে এখন
পড়া শুনা বাদ দিয়ে এই
মেয়েটাকে রোজ ফলো করে।
.
রিতু মেয়েটা একটু চঞ্চল প্রকৃতির আর
ভীষন মায়া ভরা চেহারার
অধিকারি এবার অনার্স ফাষ্ট
ইয়ারে ভর্তি হয়েছে।আবির কে প্রথম
দেখেছিল ক্রিকেট
খেলাতে বেচারা আমার
দিকে তাকাবে না বল
মারবে এইটা নিয়ে মনে হয় চিন্তিত
ছিল।।।
.
.
-এই যে আজ আবার কি?
-কই না তো কিছুনা।
-হুম জানি তো কিছু না।
-আচ্ছা আপনার নাম টা কি।
-বাব্বা এত দিন ধরে ফলো করছেন আর
নামটা জানো না।
-না মানে গুলিয়ে ফেলেছি।
-নাম টাই যদি গুলিয়ে ফেল
তাহলে প্রেম আর বিয়ের পর কি করবে।
-না মানে।
-কি মানে।
-তুমি কি করে বুঝলে।
-মেয়েরা ছেলেদের হাব-ভাব দেখেই
বুঝতে পারে।
-তুমি কি রাজী আছ।
-কি
-ওই যে প্রেম করতে।
-তুমি কি আমাকে প্রপোজ করেছ।।
-না তো।
-তাহলে রাজী হব কি করে।
-অকে আই লাভ ইউ?
-এটা কি প্রপোজ হল।
-তাহলে কি হল।
-তোমার মাথা হয়েছে।
-মানে।
-যেদিন ঠিক করে করবে সেদিন
ভালবাসবো নইলে না।
আবির দৌড় দিল আর বলে গেল ২মিনিট
আসছি।
কিছুক্ষন পর।
আবির এক গুচ্ছ গোলাপ নিয়ে এসে নায়ক
স্টাইলে বলল উইল ইউ মেরি মি।।
রিতু ফুল গুলো হাতে নিয়ে বলল একটু
ভেবে দেখি ৩দিন তো সময় লাগবে।
-আরে বল কি এর ভিতর ই উপরে চলে যাব।
-তাই নাকি।
-হুম প্লিজ বল না।
-কি।
-আই লাভ ইউ।
-আই লাভ।।।।।
-বল না প্লিজ।
-আই লাভ ইউ অকে।
পেয়েগেছি বলে আবির একটা চিৎকার
দেয় ফলে কিছু মানুষ তাদের দিকে চায়
আর রিতু খুশি এবং লজ্জায় পুরাই লাল
হয়ে গেছে।।।