মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১৩৭- এর বেশি ভালবাসা যায় না

লেখাঃ কূলহীন মাঝি

এই জীবনের স্বপ্ন গুলো দুঃখ হয়ে
ভেঙ্গে দেয় কেন যে এ হৃদয়
গানটা বাজছিল সিগারেটের প্যাকেটের উপর
রাখা মোবাইলটাতে।একটা সিগারেট টানতেছি ছাদের
কিনারায় বসে।নিচের দিকে তাকালে হয় ত যে কেউ
ভয়ে বসা থেকে উঠে যাবে।কিন্তু আমার ভয় লাগছে না।
কিছুক্ষণ পর ছাদ থেকে ঝাপ দেবো ওপারে যাওয়ার জন্য।
ফ্রেন্ডস গুলা থেকে বিদায় নিয়ে নিলাম ম্যাসেজ দিয়ে।
গানের শেষ কলিটাও শেষ হয়ে গেল,জীবনের শেষ
সিগারেটের শেষ টানটা দেবো,
এই সময়ে কে যেন সার্টের কলার চেপে টেনে হিছরে ছাদের
মাধ্যেখানে নিয়ে গেল।
চেয়ে দেখি মীরা! ঠাস করে কষিয়ে আমার গালে একটা চড়
বসিয়ে দিল।ঝাঁঝালো কন্ঠে বলতে থাকল
মীরা-কিরে মরতে যাচ্ছিলি! না?তাও আবার
একটা বাজে মেয়ের জন্যে!
কিন্তু কাছে থাকা অভাগা মেয়েটার কথাত একবার ও
ভাবলি না!
সে যে তুষের মত জ্বলছে তা ত একবার ও দেখলি না!
তার চোখের ভাষা কখনো পড়েছিস? সে কি চায়!
কত ভাবে তুকে বোঝাতে চেয়েছি তুকে ভালবাসি!
বোঝতে চাসনি তুই।
নোভা নামের বাজে মেয়েটার পেছনে ঘুরেছিস।সারাদিন
নোভা নোভা আর নোভা।কিন্তু নোভা তুকে পাত্তাই দেইনি।
শেষ পর্যন্ত কি পেলি?আজ নোভার বিয়ে,তর
ভালবাসা হারিয়েছিস বলে তুই সুইসাইড করতে যাচ্ছিস।
তাহলে ত তর আগে আমার সুইসাইড করা দরকার
আমি আমার ভালবাসাকে সেই কবেই হারিয়ে ফেলেছি।
আজ,এখনি,তর সামনেই আমি সুইসাইড করব।আর এর জন্য
তুই ই দায়ী,
আমাকে কিছু করা, বলার সুযোগ না দিয়েই মীরা ছাদ
থেকে ঝাঁপিয়ে পরে।আমি কিংকর্তব্যবিমূঢ়
````````````````
পরের দিন,
আমি হাসপাতালের বেডে শুয়া,পাশের বেডে মীরাকে রক্ত
দিচ্ছি।সেদিন অল্পের জন্য বেচে যাই মীরা।মীরা ছাদ
থেকে ঝাপ দেয়ার পর ছাদের নিচ তলার ফাইপের
সাথে আটকে যাই।কিন্তু
ওয়ালে ধাক্কা খেয়ে মাথা ফেটে যাই।
শুয়ে শুয়ে মীরার পবিত্র চেহারার ভালবাসা দর্শন
করছিলাম।নিষ্পাপ চেহারার
অধিকারী মেয়েটা আমাকে এত
ভালবাসে যা আগে জানতাম না।জানলে হয়ত মেয়েটাকে এত
অবহেলা করতাম না।এখন ওকে অবহেলা করলে ঐ
উপরওয়ালা ও আমাকে ক্ষমা করবেন না।
কেননা মেয়েটা আমাকে এতই ভালবাসে যে, এর
বেশি ভালবাসা যায় না।