মেঘ ক্লাস শেষ করে বের হতেই অহীন
এসে ওর সামনে দাড়ালো ! মুখ
টা গম্ভীর ! মেঘের
দিকে তাকিয়ে বলল,
-আপনার মোবাইল টা দিন !
-কেন ?
-দিতে বলছি, দেন !
.
অহীনের মুখ টা যেন একটু বেশি গম্ভীর
ছিল ! মেঘ একটু অবাক হল ! মেয়েটির
কাজ কারবার মেঘ কিছুই
বুঝতে পারে না ! কখন কি যে করে ঠিক
বোঝার উপায় নেই ! মেয়েদের
বোঝা এমনিতেই একটু
কষ্টকর তবে অহীনকে বোঝা মনে হয়
আরও একটু বেশি কষ্ট কর বলে মনে হয়
মেঘের !
.
অহীন মেঘের মোবাইল কি যেন
টেপাটেপি করলো ! তারপর মেঘের
দিকে মোবাইলে স্ক্রীনটা দেখিয়ে বলল
-এটা কে ?
মেঘ তাকিয়ে দেখে অহীন ওর মোবাইল
থেকে ফেসবুক বের করেছে !
সেখানে গত দিনের নিশির
সাথে প্রোফাইল পিকচার
টা দেখা যাচ্ছে !
মেঘ শান্ত কন্ঠে বলল,
-কেন ?
-প্রশ্নের পিঠে প্রশ্ন করবেন না !
বলুন
এটা কে ?
-আমার বান্ধবী !
-শুধুই বান্ধবী ? নাকি অন্য কিছু ?
-দেখে কি তাই মনে হচ্ছে না ?
-আপনি এখনই এই প্রোফাইল পিকচার
বদলে ফেলুন ?
-সে কি কেন ? কালকেই তো দিলাম !
-না এইটা বদলে ফেলবেন ! এখনই
বদলে ফেলবেন ! এখনই ?
-তোমার কথা আমি শুনব কি জন্যে?
.
মেঘের কথা শুনে অহীনের মুখটা আরও
বেশি গম্ভীর হয়ে গেল ! কিছুক্ষণ
পরে মেঘের দিকে তাকিয়ে বলল
-আমি বলেছি তাই শুনবেন ।
-আচ্ছা কাল পরশু বদলে দিব ।
কয়েকটা দিন থাক !
-
কি জন্যে পালটাতে বলছি বুঝতে পারছেন?
-উঁহু পারছি না !
অহীন খানিকটা ব্যাকুল কন্ঠে বলল
-জানার ইচ্ছে আছে?
-আমার কৌতূহল কম ,
তবে তুমি চাইলে বলতে পারো।
-আমার হিংসে হচ্ছে !
আমি এবার হেসে বললাম
-বল কী ! ট্রেইলার দেখেই এই
অবস্থা? পুরো গল্প
দেখলে তো হার্টফেল করতা ।
-আপনি একটা ইতর,একট বদমাইশ,
একটা স্টুপিড
একটা, একটা.........
.
অহীন মেঘকে ওর মোবাইল
টা না দিয়েই পিছন
দিকে হেটে চলে গেল !
মেঘ যে ওর মোবাইল টা ওর
কাছে চাইবো কি মনে হল যেন চাইল
না ! অহীনের বাসা মেঘদের
কমিউনিটিতেই ! বাসায়
গিয়ে নেওয়া যাবে !
.
তবে মেঘের বেশ মজাই লাগছিল
অহীনের রাগ আর ঈর্ষা দেখে ।
মেয়ে গুলো এতো বোকা হয় কেন ?
নিজে মুখ ফুটে কিছু বলবে না আবার
কিছু
সহ্যও করবে না ! হয়
বলতে হবে নয়তো সহ্য করতে হবে !
.
অহীন ওদের ভার্সিটিতেই পড়ে ।
ফার্স্ট ইয়ারে । মেয়েটিকে প্রথম
থেকেই একটু অন্য রকম
লাগে মেঘের কাছে । পরে খোজ খবর
নিয়ে মেঘ জানতে পারে অহীন বেশ
জেদি আর রাগী একটা মেয়ে !
যা ভাববে তাই করবে ! এরকম
মেয়েদের
কাছ থেকে দুরে থাকা উচিৎ কিন্তু
কেন
জানি দুরে থাকতে পারল না মেঘ ।
মেয়েটার
মুখে একটা আশ্চার্য রকম
মায়া জড়িয়ে ছিল ! একবার
তাকালে আবার তাকাতে মন চাইতো !
.
যাই হোক মেঘ দুপুরে বাসায়
এসে একটা ঘুম
দিল খেয়ে ! অহীন তখনও মোবাইল
টা দিয়ে যায় নি !
না জানি কী করছে মোবাইল
টা দিয়ে ! বিকেল
বেলা মাঠে যেতেই
মেঘ দেখে ওর সব বন্ধুরা ওর
দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে !
সাকিব বলল,
-মেঘ, তলে তলে এতো দুর ?
ও কিছু বুঝতে না পেরে বলল
-মানে কি ?
-মামা এখন কিছুই জানো না ?
মেঘ আসলেই কিছু বুঝতে পারছিল না !
.
তখন সাকিব তার মোবাইল
থেকে ফেসবুক বের করে মেঘকে
দেখালো । ফেসবুক বের
করে এমন একটা জিনিস
দেখালো যা দেখে মেঘ প্রায় হাজার
ভোল্টেজের মত শক খেল !
সেখানে দেখা যাচ্ছে মেঘ আর
অহীনের
ইন এ রিলেশনশীপ স্টাটাস !
.
"খাইছে ! বদ মেয়ে করছে কি ?
আমার মোবাইল নিয়ে এই আকাম করছে !
এতোক্ষনে তো সবাই জেনে গেছে ।
বাসায়
জেনে গেলে উপায় কী ?"
মেঘের চোখে মুখে চিন্তার প্রখর ছাপ
দেখা দিয়েছে । মেঘ
অহীনকে খুজতে লাগল ! পেয়েও
গেল ! ওদের বাসা থেকে একটু
দুরে একটা বড় পুকুর আছে । বিকেল
হলে অনেকেই এখানে আসে বেড়াতে !
মেঘ ওখানে গিয়ে দেখ
অহীন একটা বেঞ্চের উপর বসে আছে চুপ
করে !
প্রথমে মেঘের ইচ্ছা হয় খুব
জোরে একটা ধমক দিতে !
কিন্তু দিতে পারে না ওর
চেহারার দিকে তাকিয়ে !
মনে হচ্ছে কোন
কারনে কেঁদেছে কিছুক্ষন আগে !
.
-বাহ !
আকাম করবা আবার কান্না কাটিও
করবা !
মেঘকে দেখে কিছুক্ষন ওর
দিকে তাকিয়ে থেকে আবার পুকুরের
দিকে তাকালো অহীন ! মেঘ
পাশে বসতে বসতে বলল
-এই কাজ টা কেন করলা ?
-আমার ইচ্ছা ?
-যা ইচ্ছা তাই করতে হবে ?
-হুম হবে ! আপনি কেন পিক বদলালেন
না ? কেন ?
মেঘ কিছু না বলে অহীনের দিকে একটু
এগিয়ে বসল ! অহীন ওর পকেট
থেকে মোবাইল টা বের
করে মেঘকে দিয়ে বলল
-চাইলে আপনি চেঞ্জ
করে নিতে পারেন !
আই ডোন্ট মাইন্ড !
মেঘ মোবাইল
টা হাতে নিতে নিতে বলল
-মুখ ফুটে কিছু
না বললে আমি কিভাবে বুঝবো ?
অহীন ওর দিকে তীব্র
চোখে তাকিয়ে বলল
-সব কিছু মুখে বলার প্রয়োজন আছে ?
-নেই ?
-না নেই ! বুঝে নিতে হয় !
-হু !
-কি হু ?
-হু মানে আমার কপালে এর পর
থেকে দুঃখই আছে বুঝতে পারছি !
.
অহীন আবারও মেঘের
দিকে তাকিয়ে বলল
-আপনি এখনই আমার কাছ
থেকে চলে যান ! এখনই !
-যাবো ? সত্যি চলে যাবো ?
.
মেঘ উঠে পড়তে গেলে দেখে অহীনের
চোখে পানি চলে এসেছে !
ও আবার বসে পড়ে ! এমন
মেয়েকে ছেড়ে যাওয়া কি সম্ভব ?
মেয়েগুলো আসলেই একটু অন্য রকম !
এরা কখন কি যে চায়, কি চায় আর
কি বোঝাতে চায় সেটা কেউ
জানে না !
চেষ্টা করেও কেউ বের
করতে পারে না !
মেঘের
কপালে সামনে কি আছে কে জানে !