সিগন্যালে বসে আছি;
এক পুলিশ দৌড়ে এসে বলল; ‘আপনি ড্রাইভিং সিটে বসে ফোনে কথা বলছেন কেন? নামেন নামেন... কেইস দিব আপনার নামে’
আমি বললাম, “গাড়ি সাইড করে নামছি... ইতিমধ্যে আপনি আমাকে আইনটা বের করে দেখান, যেখানে লেখা আছে; ‘থেমে থাকা গাড়িতে মোবাইলে কথা বলা যাবে না’... বের করেন... আমি নামছি”
...একটু পরে দেখি উনি গায়েব
কারণ তিনিও জানেন, আইনটা হলো; ‘চলমান গাড়িতে মোবাইলে কথা বলা আইনত দণ্ডনীয়’
আমি আইনটা জানতাম দেখে চান্স নিতে পেরেছি... কিন্তু যদি না জানতাম, সে নিতো চান্সটা
সুতরাং, এরকম টুকটাক বেসিক আইন আমাদের সবাই জানা উচিত
তা না হলে দেখা যায়; মাঝে মাঝে এর ফায়দা, যে আদার সাইড অফ দ্যা টেবিলে থাকে, সে খুব সহজেই নিচ্ছে
আমরা অনেকেই, খুবব বেসিক কিছু আইনই জানি না; যেমন অনেকেই জানি না; জিডি আর মামলার পার্থক্য কি ... বা, স্বাস্থ্য বিষয়ক কোনও আইন কি জানি? ... বা, দোকানে ভ্যাট দেয়া নিয়ে কিছু বেসিক আইন বলতে পারবেন?
আজকাল অনেকেই ফেসবুক ব্যবহার করছে... কম বেশী সব প্রফেশনের মানুষেরাই ফেসবুক ব্যবহার করছে
... কিন্তু প্রফেশনালি কি ব্যবহার করছি?
কিছু ইয়াং উকিল কি একটা পেইজ খুলে বা আমাদের নিজ আইডি থেকেই, প্রতি সপ্তাহে অন্তত একটা করে হলেও বেসিক জ্ঞান দিতে পারি না?
বা, একজন ডাক্তার হয়েই কি টুকটাক বেসিক শেয়ার করতে পারি না? যেমন, জ্বরে একজন শিশুকে যদি প্যারাসিটেমল সাপজিটরি দিতে হয়, তবে সেটার মাত্রা হবে, বাচ্চার ওজন গুনন ১৫ = তত মিলিগ্রাম
হ্যা, একটু ঘাটলে হয়ত তথ্যটা নেট এ পাবো
... কিন্তু আমরা কি আরও উপরের, আরও আলাদা একটা জাতি হতে চাচ্ছি না?
so, let's use facebook for a cause re