মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

>> April 2, 2014

“কানামাছি মিথ্যা…কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মতো”

... আচ্ছা, মুসা ইব্রাহিম ইস্যুটা থেমে গেলো যে?


নাকি অপেক্ষা করছি তাকে নিয়েও গান বের হোক;

“মুসা নাকি মিসা... মিসা নাকি মুসা
মুস্রামুস্রি তুমি আমি যে যার মত”

... আমরা পারিও ভাই

অনেকদিন তো নিজেরা নিজেরা যে যার মত মুস্রামুস্রি করলাম... এমনভাবেই বিশ্লেষণ করলাম যেনও মনে হচ্ছে হিমালয়ে আমার নিজের ডাল ভাতের রেস্টুরেন্ট আছে

তারপর কি?

কেনও এখনও মুসা বা মুসার স্পন্সর, সেই চ্যানেলের নামে মানহানি মামলা করছে না?

বা, কেন বাকিরা বা সেই স্পন্সরই, মুসার নামে প্রতারণা মামলা করেছে না?

অনলাইনে তো অনেক ঝড় তুললাম আমরা... কিন্তু এখন দুইপক্ষই মিনমিন করছে কেন?

... প্লিজ সমাধান করেন ইস্যুটার

মিডিয়াতে টিআরপি বাড়িয়ে... অনলাইনে ঝড় তুলে না

প্রফেশনালি

যেনও আমার সন্তান, স্কুলের অবজেক্টিভ কোশ্চেনে; চোখ বন্ধ করে, “বাংলাদেশ থেকে কে সর্বপ্রথম এভারেস্ট জয় করেছে” প্রশ্নে, একটা উত্তরেই টিক চিহ্ন দিতে পারে

(ঘ) উপরের সবগুলো ... তে না

... অপেক্ষায় আছি