মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১০৫- হাঁপানি

বাংলা ক্লাসে শিক্ষক এক ছাত্রকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন- বলতো "ভাতের অভাব" এটা কি হবে?
ছাত্রটি জবাব দিতে না পারায় শিক্ষক তাকে অনেক বেত্রাঘাত করলেন এবং বললেন "ভাতের অভাব - হাভাত"।
অতঃপর বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানের শিক্ষক ঐ ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন পানির অভাবে কি হয়?
তখন ঐ ছাত্রটি ঝটপট করে জবাব দিল, স্যার হাঁপানি হয়।
---------------------------------

রোগীঃ ডাক্তার সাহেব এই কয়দিন ধরে আমার খুব পায়খানা হচ্ছে। আমার অবস্থা খুবই খারাপ।
ডাক্তারঃ আচ্ছা, একটু ধৈর্য ধরুন আমি আপনাকে পরিক্ষা করে দেখছি। এখন বলুনতো আপনার পায়খানা কেমন?
রোগীঃ ডাক্তার সাহেব, কি যে বলবো গরীব মানুষের পায়খানা আর কেমন, দুটো বাঁশের লাঠি আর সামনে ছালা।
---------------------------

স্বামী এবং স্ত্রী খুব ঝগড়া করছে। এমন সময় স্ত্রী স্বামীকে রেগে-মেগে গিয়ে বলছে ... ... ... "তুমি শুধু আমার বাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ, আমার সন্তান বল কেন???"
তুমি বলতে পারো না যে, "আমাদের বাড়ি, আমাদের টিভি, আমাদের ফ্রিজ, আমাদের সন্তান ... "
ঠিক তখনই স্বামী কি যেন খুঁজছিল। তাই দেখে স্ত্রী জিজ্ঞাসা করলো- কি খুজছো?
স্বামী তখন আমতা আমতা করে বলল- "ইয়ে মানে আমাদের শেভিং রেজারটা ... "
--------------------------------

১ম বন্ধুঃ তোকে মানা করার পরও তুই পাশের বাড়ীর মুরগী চুরি করলি, এখন যে তোকে জুতো দিয়ে মারা হবে। তোর মান-সম্মান কি আর থাকবে???
২য় বন্ধুঃ ইস!!! আমার মান-সম্মান এত কম নাকি যে জুতো দিয়ে দু'চারটে মারলেই চলে যাবে???
-------------------

এক দম্পতির বিবাহবিচ্ছেদ হল। তখন তাদের নাবালক মেয়েটিকে জিজ্ঞেস করা হল, তুমি কার সঙ্গে থাকতে চাও?
মায়ের সঙ্গে?
মেয়েটি বলল, না, মা বড্ড পেটায়!!
তাহলে বাবার সঙ্গে?
না, বাবাও ভীষণ পেটায়!
তাহলে তুমি কার সঙ্গে থাকতে চাও?
তখন মেয়েটি বলল, আমি ক্রিকেটার আশরাফুলের সঙ্গে থাকতে চাই। ও ভারী ভালোমানুষ, চাইলেও পেটাতে পারে না!!!