বল্টু ও তার প্রেমিকা ঠিক করেছে তারা আত্মহত্যা করবে। তাই উঁচু পাহাড়
থেকে প্রথমে বল্টু ঝাঁপ দিল,কিন্তু তার প্রেমিকা দিল না। সে চোখ বন্ধ করে বলল, ভালোবাসা অন্ধ।তাই সে পাহাড়ের উপর আস্তে করে চোখ বুঝে পড়ে রইল।↓
:
-এদিকে ঝাঁপ দেওয়ার পর বল্টু প্যারাসুট খুলে বলল, প্রকৃত ভালোবাসা কখনো মরে না!
-------------------------
তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, একটা ছেলে আর একটা মেয়ে।
প্রথমে মেয়েটা ছেলেটার গায়ের গন্ধ শুকে বললোঃ "তুমি রজনিগন্ধা পারফিউম
মেখেছো তাই না...?"
মেয়েটার কথা শুনে ছেলেটা বললোঃ "হ্যা! ৪৫০টাকা বোতল।"
এবার ছেলেটা মেয়েটার গায়ের গন্ধো শুকে বললোঃ "তুমি গোলাপ পারফিউম মেখেছো তাই না...?"
ছেলেটার এই কথা শুনে মেয়েটা বললোঃ "হ্যা! ৫৫০ টাকা বোতল।"
দুজনের কথোপোকথন চলাকালিন প্রাপ্তবয়স্ক লোকটা একটা গ্যাস ছাড়লো.......
এবার তার গ্যাসের গন্ধ পেয়ে দুজনেই একসাথে বলে উঠলো....
উফফফফফ......কী বাজে গন্ধ... ....এটা আবার কিসের.....???
এই কথা শুনে প্রাপ্তবয়স্কো লোকটা বলে উঠলঃ "এটা মুলো, ১৫ টাকা কেজি......।।"
--------------------------
চাইনিজঃ- "না! আমি চাইনিজ."
পাগলঃ- "তুমি আমেরিকান না???"
...
চাইনিজঃ- "না, আমি চাইনিজ."
পাগলঃ- "মিথ্যা বলছ,তুমি অবশ্যই আমেরিকান"
লোকটি শেষে বিরক্ত হয়ে বললঃ- " হ্যাঁ বাবা। আমি আমেরিকান। খুশি??"
পাগল এর পর বললঃ-
.
.
"তাই?? চেহারা দেখে তো মনেহয় তুমি চাইনিজ।
---------------------------
বস: আপনি মদ খান?
আবুল: জীবনেও খাইনি স্যার।
বস: চুরি করেন?
আবুল: চুরি কি জিনিস বুঝিই না স্যার।
বস: মেয়েদের পিছনে ঘুর-ঘুর করেন?
আবুল: তওবা, তওবা স্যার! কখনো এসব করিনা।
বস: আপনার তাহলে কোন দোষই নাই?
আবুল: একটা দোষ আছে স্যার!
বস: (খুশি হয়ে) মাত্র একটা? কি সেটা?
আবুল:
*মিথ্যা কথা বলি স্যার!
--------------------------------------