মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১২৫- চুপ করে থাকতে পারা

পুরুষ: তুমি পাঁচটা মিনিট চুপ করে থাকতে পারো না?

নারী: আমি চুপ করে নেই বলতে চাইছ? আমি ১০ মিনিট ধরে চুপ করে আছি। আর তুমি সব সময় আমার খুঁত ধরছ! এমনকি এখনো, যখন আমি চুপ করে আছি, তুমি এমন ভাব করছ, যেন এটা লক্ষ করছ না। অথচ আমাকে করেই চলেছ উদ্ভট সব প্রশ্ন, যেমন আমি পাঁচ মিনিট চুপ করে থাকতে পারি কি না। স্বল্পবাক ব্যক্তিদের আমি বুঝতে পারি, পছন্দও করি। তেমন হওয়ার চেষ্টা আমার নিজেরও আছে। কিন্তু অভীষ্ট আদর্শ অর্জন করা কি সম্ভব আদৌ, যখন চারপাশের লোকজন হরদম প্রশ্ন করতে থাকে? মার্জিত প্রশ্নের উত্তর না দেওয়া সজ্জনের পক্ষে সম্ভব নয়। নইলে তাকে সবাই অভদ্র অসংস্কৃত মনে করে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি। লক্ষ করে দেখো, আমি চুপ করে থাকতে রাজি, যদিও প্রশ্ন বা অনুরোধের ধরনটা ছিল অভদ্র গোছের।
প্রশ্ন নাকি অনুরোধ? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। প্রশ্ন হলে সেটার উত্তর আমার দেওয়া উচিত। অনুরোধ হলেও উত্তর দেওয়াটা কর্তব্য।
আমার ধারণা, সত্যিকারের স্বল্পবাক ব্যক্তি হিসেবে আমি প্রশ্ন ও অনুরোধের উত্তর দিয়েছি তৎক্ষণাৎ।
এখন বুকে হাত দিয়ে বলো দেখি, আমাদের মধ্যে কে চুপ করে আছে, আর কে কথা বলছে?