মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ৯১- চোখ বন্ধ

ট্যাক্সি ড্রাইভারের গাড়ি চালানো দেখে মুগ্ধ হয়ে বললাম, বাহ! তুমি তো বেশ ভাল গাড়ি চালাতে পার। গাড়ি চালাতে কী তোমার খুব ভাল লাগে?

ড্রাইভার বলল, হ্যাঁ লাগে। সবচেয়ে বড় কথা, কখন কি করতে হবে, সেই হুকুম দেয়ার মত মাথার উপর বস থাকে না।

তো তারপর আমি বললাম, এবার ডানদিকে থামো।
---------------------------

এক মহিলা ট্যাক্সিতে বসে ট্যাক্সিড্রাইভারকে বলল:
—প্রসূতি হাসপাতাল।
ট্যাক্সি ছুটতে শুরু করল সব গাড়িকে পেছনে ফেলে। মহিলাটি বলল:
—অত জোরে চালানোর দরকার নেই তো! আমি ওখানে চাকরি করি।
-------------------------------

মাঝরাতে এক ট্রাক ড্রাইভারকে আটক করল পুলিশ।
পুলিশ: তুমি খুব এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলে দেখলাম। লাইসেন্স আছে?
ট্রাক ড্রাইভার: আছে।
হেলপার: বলেন কী ওস্তাদ? আপনি লাইসেন্স করালেন কবে?
হেলপারকে চোখ রাঙানি দিল ড্রাইভার।
পুলিশ: গাড়ির হেডলাইট ভাঙা কেন?
ট্রাক ড্রাইভার: কই, দেখি নাই তো!
হেলপার: বলেন কী ওস্তাদ? হেডলাইট তো কবে থেকেই ভাঙা!
এবার হেলপারকে একটা চড় কষাল ড্রাইভার।
পুলিশ বলল হেলপারকে, ‘এই ড্রাইভার ব্যাটা কি সব সময় তোমার সঙ্গে এমন বাজে ব্যবহার করে?’
হেলপার: না। শুধু কাঁচা ঘুম ভাঙলে করে!
---------------------------------

দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই ড্রাইভারই প্রচণ্ড উত্তেজিত।
১ম ড্রাইভার: কখন থেকে তোমাকে হেডলাইট জ্বালিয়ে সিগন্যাল দিয়ে বলছি ‘দাঁড়াও দাঁড়াও’! তুমি দেখলেই না!
২য় ড্রাইভার: আমিও তো ওয়াইপার নেড়ে নেড়ে বললাম, ‘কাছে এসো না, কাছে এসো না’! তুমি শুনেছ?
----------------------------------

এলোপাতাড়িভাবে রাজপথ দিয়ে ছুটে যাচ্ছে একটি গাড়ি। আরোহীর সিটে বসে আছেন মিসেস শায়লা।
মিসেস শায়লা: ও মাই গড! ড্রাইভার! তুমি আমাকে মারবার ফন্দি এঁটেছো নাকি?
ড্রাইভার: ভয় পাবেন না ম্যাডাম, বেশি ভয় করলে আমার মতো চোখ বন্ধ করে বসে থাকুন!