ড্রাইভার বলল, হ্যাঁ লাগে। সবচেয়ে বড় কথা, কখন কি করতে হবে, সেই হুকুম দেয়ার মত মাথার উপর বস থাকে না।
তো তারপর আমি বললাম, এবার ডানদিকে থামো।
---------------------------
এক মহিলা ট্যাক্সিতে বসে ট্যাক্সিড্রাইভারকে বলল:
—প্রসূতি হাসপাতাল।
ট্যাক্সি ছুটতে শুরু করল সব গাড়িকে পেছনে ফেলে। মহিলাটি বলল:
—অত জোরে চালানোর দরকার নেই তো! আমি ওখানে চাকরি করি।
-------------------------------
মাঝরাতে এক ট্রাক ড্রাইভারকে আটক করল পুলিশ।
পুলিশ: তুমি খুব এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলে দেখলাম। লাইসেন্স আছে?
ট্রাক ড্রাইভার: আছে।
হেলপার: বলেন কী ওস্তাদ? আপনি লাইসেন্স করালেন কবে?
হেলপারকে চোখ রাঙানি দিল ড্রাইভার।
পুলিশ: গাড়ির হেডলাইট ভাঙা কেন?
ট্রাক ড্রাইভার: কই, দেখি নাই তো!
হেলপার: বলেন কী ওস্তাদ? হেডলাইট তো কবে থেকেই ভাঙা!
এবার হেলপারকে একটা চড় কষাল ড্রাইভার।
পুলিশ বলল হেলপারকে, ‘এই ড্রাইভার ব্যাটা কি সব সময় তোমার সঙ্গে এমন বাজে ব্যবহার করে?’
হেলপার: না। শুধু কাঁচা ঘুম ভাঙলে করে!
---------------------------------
দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই ড্রাইভারই প্রচণ্ড উত্তেজিত।
১ম ড্রাইভার: কখন থেকে তোমাকে হেডলাইট জ্বালিয়ে সিগন্যাল দিয়ে বলছি ‘দাঁড়াও দাঁড়াও’! তুমি দেখলেই না!
২য় ড্রাইভার: আমিও তো ওয়াইপার নেড়ে নেড়ে বললাম, ‘কাছে এসো না, কাছে এসো না’! তুমি শুনেছ?
----------------------------------
এলোপাতাড়িভাবে রাজপথ দিয়ে ছুটে যাচ্ছে একটি গাড়ি। আরোহীর সিটে বসে আছেন মিসেস শায়লা।
মিসেস শায়লা: ও মাই গড! ড্রাইভার! তুমি আমাকে মারবার ফন্দি এঁটেছো নাকি?
ড্রাইভার: ভয় পাবেন না ম্যাডাম, বেশি ভয় করলে আমার মতো চোখ বন্ধ করে বসে থাকুন!