মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ৯৫- পকেট গরম

কোর্টে উকিল আসামীকে জেরা করছে-
উকিলঃ আপনি পুলিশের পকেটে জ্বলন্ত সিগারেট রাখছেন কেন?
-
-
আসামীঃ একটা জিডি নিয়ে পুলিশের কাছে গেছিলাম। কাজ করার আগেই পুলিশ
আমাকে তার পকেট গরম করতে বলল ।তাই সিগারেটটা তার পকেটে চালান
করে দিলাম।
------------------------

মন্টুঃ ঐ যে সামনের টেবিলে বসে আছে তার সাথে আমার শত্রুতা আছে।
বল্টুঃ কিন্তু টেবিলে তো চারজন লোক বসে আছে।
মন্টুঃ যার মুখে গোঁফ আছে সে।
বল্টুঃ গোঁফ তো সবার মুখেই আছে।
মন্টুঃ আরে যে সাদা শার্ট পড়ে আছে।
বল্টুঃ কিন্তু সাদা শার্ট তো সবাই পড়া।
মন্টুঃ (রেগে গিয়ে পিস্তল বের করে তিনজনকে গুলি মেরে দিয়ে বলল),"যেইটা বাকি আছে সেইটা।"
---------------------------

একবার এক কৃষক তার মোবাইল নিয়ে টয়লেট করতে গেল
আর হঠাত্ তার মোবাইলটি কমোডে পড়ে গেল।
বেচারা দুঃখে তার মাঠে বসে কাঁদতে লাগলো।
তখন হঠাত্ আকাশ থেকে একটি পরি নেমে এল এবং তাকে তার মোবাইলটি দিল।

মোবাইলটি হাতে নিয়ে ভালভাবে দেখে বলল"" আমি গরিব হতে পারি কিন্তু সৎ ।
আমি সোনার মোবাইল চাইনা। আমাকে আমার মোবাইল ফিরিয়ে দাও"'

এইশুনে পরিটি বললো :
.
.
আরে হারামজাদা এটা তোরই মোবাইল! ভাল করে ধুয়ে দেখ..!!
------------------------------

স্যার:- বলত মেয়েরা বিয়ের সময় লালশাড়ি পড়ে কেন??..........
.
.
বল্টু:- সংসারে ঢুকার আগে এক নম্বরবিপদসংকেত জানিয়ে দেওয়ার জন্য।।।
---------------------------------

টেইলর প্যান্ট এর মাপ নিলো।
লোকটা বললঃ- ভাই প্যান্ট এ চেইন এর বদলে বোতাম লাগাইয়া দিয়েন !
টেইলরঃ- চেইন দিলে কি প্রবলেম ?
:
লোকঃ– আমার একটা জ্যাকেট ছিল,  আর ঐ জ্যাকেটের চেইন বারবার লাগাতে গিয়া আমার টাই ছিরে গেছে !
-------------------------------------