প্রেমিক প্রেমিকার কথোপকথন-
প্রেমিকঃ হ্যালো, বিলকিস? জান পাখি আমার কেমন আছো?
প্রেমিকাঃ আর জানপাখি! সারা দিনে একবার ফোন, আসলে তুমি আমাকে ভালোইবাসো না!
প্রেমিকঃ এ কি বলছ বিলকিস! তোমার জন্য আমার জান কুরবান। বল কি চাই?
প্রেমিকাঃ কি চাই মানে, যা চাইবো তাই দেবে?
প্রেমিকঃ তুমি চাইবে আর আমি দিতে পারবো না, এমন কি কখনো হয়েছে? তোমার জন্য আমি সব করতে পারি। তুমি চাইলে মই বেয়ে আকাশ থেকে চাঁদটাকে পেরে আনতে পারি।
প্রেমিকাঃ আর কি পারো?
প্রেমিকঃ ডুবুরি সেজে আটলান্টিক সেঁচে মুক্ত আনতে পারি।
প্রেমিকাঃ আটলান্টিক যে যাবে? তোমার পাসপোর্ট ভিসা আছে?
প্রেমিকঃ ওহ সরি ভুল হয়ে গেছে, আচ্ছা তাহলে বঙ্গোপসাগর সেঁচে মুক্ত এনে দেবো।
প্রেমিকাঃ হুম, আমার জন্য আর কি পারবে?
প্রেমিকঃ তুমি চাইলে সুন্দরবনে ডুবে যাওয়া সাড়ে তিন লাখ লিটার তেল একাই শুষে নিতে পারবো।
প্রেমিকাঃ আর?
প্রেমিকঃ এভারেস্টের চুড়োয় তোমার নাম লিখতে পারবো।
প্রেমিকাঃ তারপর?
প্রেমিকঃ সেই কখন থেকে তারপর তারপর করছ কেন? তুমি কি চাও সেটা বলে দেখো।
প্রেমিকাঃ আমি যা বলবো তাই দেবে?
প্রেমিকঃ বলেই দেখো না।
প্রেমিকাঃ সত্যি তো?
প্রেমিকঃ একদম সত্যি। আমাদের ভালোবাসার কসম।
প্রেমিকাঃ তাহলে আজ রাতে একবার ঠাণ্ডা পানিতে গোসল করে দেখাও।
..........................................
হ্যালো, হ্যালো, হ্যালো... বিলকিস ফোনের এক প্রান্তে হ্যালো হ্যালো করতেই থাকে। প্রেমিক বাবাজির আর কোন সাড়া শব্দ পাওয়া যায় না।