মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ২৩- লিনা এবং পুরনো সেই বাড়ি

আমার বেষ্ট ফ্রেন্ড লিনা যে বাড়িটাতে থাকত
সেটা ছিল বেশ পুরনো একটা বাড়ি এবং এটা বাইরে থেকে দেখতে অনেকটা ছোট্ট
একটা ঝুপড়ির মত মনে হত। তার বাড়িটা ছিল একটা ভুতুড়ে বাড়ি। তার
বাবা মা দুজনই প্রচণ্ড ধূমপান করত, ড্রিংকস করত আর ভীষণ ঝগড়া করত।
তার মা জানত যে এই বাড়িতে কোন আত্মা আছে কিন্তু সে বিশ্বাস করত
যে সেগুলো ভাল। লিনার ও এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু
সে সবসময়ই তার বাবা মার’র কাছে বলত, কিন্তু তারা এমন অভিনয়
করত যেন তারা তার কথা কিছুই বিশ্বাস করেনা। যেমনঃ সে যখন তার
ল্যাম্প অন করত তখন এটা নিজে নিজেই অফ হয়ে যেত;
সে সবসময়ই ফিল করত কেউ একজন তাকে দেখছে; অলৌকিক
ভাবে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হত; সে রাতে দেখত কিচেনের
সাথে একটা কাল ফিগার, তার নাম ধরে ডাকছে। তার মা একটা বিরাট
বাধার মুখে পড়ে যেত, যা তাকে একেবারেই বিশ্বাস
করাতে পারত না। সেদিন রাতে আমি তার বাসাতেই
ছিলাম এবং আমরা তার বেডরোমে টিভি দেখছিলাম। লিনা’র
বাবা মা ইতোমধ্যে ঘুমিয়ে পরেছে। তখন ছিল রাত প্রায় ১১টা, তাই
আমরা দুজনই বিছানায় ছিলাম। তাঁর রোমের সিলিং ফ্যানটা সোজা তাঁর
পা বরাবর বিছানার উপরে ঝুলানো ছিল এবং এটা সবসময়ই
স্লো ভাবে ঘুরছিল। তাঁর বাবা তাকে বলেছিল, এটা কিছুতেই
জোরে ঘুরানোর চেষ্টা করোনা। কেননা এটা সিলিং থেকে খুলে নিচে পড়ে যেতে পারে কারন, সে এটা সেই সময়ে সিলিং এর সাথে ফিক্সড করে লাগায় নি।
যাইহোক, লিনা সবসময়ই গভীর রাতে ঘুমায় আর তাঁর বিছানার ঠিক
বামপাশে একটা আয়না আছে। আমি বামপাশে ঘুমাই আর লিনা ডানপাশে ঘুমায়। লিনা যে পাশে ঘুমায় সেই পাশে একটা ডেস্ক আছে এবং তাঁর
উপর একটা ঘড়ি আছে। আমি ঘুমাতে গেলাম এবং আমি ছিলাম
যে পাশে আয়না ছিল সেই পাশে। রাত প্রায় ৪টার দিকে হঠাৎ প্রচণ্ড
শব্দে আমাদের দুজনেরই ঘুম ভেঙ্গে গেল। শব্দটা ছিল
এইরকম...আহহহহ!! ! আমি আমার চোখ মেলে তাকালাম।
হঠাৎ আমার চোখ আয়নার দিকে যায় আর আয়নার দিকে তাকাতেই
আমি সেখানে দেখি কোন মানুষের আকারের একটা কালো ফিগার
সিলিং ফ্যানের নিচ বরাবর আমার পায়ের সামনে দাড়িয়ে আছে।
এবং আমি সেটা আয়নার বাইরে দেখতে পারছিনা।
(আয়নাতে ছবিটা ছিল একেবারেই বাস্তব দৃশ্যমান)। আমি তৎক্ষণাৎ
উঠে বসলাম আর দেখি লিনা’র টিভির পাশে একটা সাদা আলো।
আমি লিনাকে ডাকা মাত্রই সে বলল, আমি জানি।
সে তাড়াতাড়ি উঠে বসা মাত্রই কালো ফিগারটি আয়না থেকে চলে গেল
এবং লিনা দৌড়ে গিয়ে তাঁর সিলিং ফ্যানটি বন্ধ করে দিল।
কেননা তখন ফ্যানটি প্রচণ্ড স্পীডে ঘুরছিল। যদিও আমরা শুবার
আগে সেটা স্লো স্পীডে দিয়েছিলাম। আমরা তখন পুরোপুরি অন্ধকারের
মধ্যে ছিলাম। আমি ভীষণ অবাক হয়ে গেলাম, আমাদের চিৎকারে তাঁর
বাবা মা কারোরই ঘুম ভাঙল না। এবং আমরা আরও ভীষণ ভয় পেলাম।
আমি ভয়ে কম্বলের নিচে ঢুকে পরলাম এবং লিনা ও লাফ দিয়ে বিছানায়
চলে আসে আর কম্বলের দিকে তাকায় আর আমাকে জিজ্ঞেস
করে... তুমি কি টিভির কাছে সাদা আলোটা দেখেছ???
আমি বললাম, হ্যাঁ! তুমি কি দেখছ? (সে আমার মুখ চেপে ধরল
এবং আমরা একসাথেই বলতে লাগলাম)- “আয়নায়
থেকে যে কালো ফিগারটা চলে গেল সেটা?...” এবং আমরা একসাথেই উত্তর
দিলাম হ্যাঁ!!!!