মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১০৭- সানি লিওন (১৮+)


আবুল একবার এক নদীর পাড়ে একা বসে আছে।
হঠা এক ইচ্ছে পূরণ করার দৈত্য আসলো এবং বলল
"বল, তুই কি চাস?? আমি তোর ইচ্ছে পূরণ করে দিব!"
আবুল খুশি হয়ে বললঃ "আমি ঐশ্বরিয়া রায়কে চাই!!"
আমাকে ঐশ্বরিয়া রায়কে এনে দাও।
দৈত্যঃ "কিন্তু, ঐশ্বরিয়ার একেকটা শাড়ির দামই তো লাখ টাকার উপরে!! খরচ চালাতে পারবি??"
আবুল একটু ভেবে হতাশ হয়ে বলল,"তাহলে, আর কোনো উপায় নাই??"
দৈত্যঃ "আছে, সানি লিওন!! কাপড় চোপড়ের কোন খরচই নাই!!
-----------------------------

টিনা বেড়াতে গেছে এক নির্জন কেল্লায়।
একটা ঘরে ঢুকে সে দেখলো, একটা পুরনো চেরাগের পাশে এক পাগড়ি পরা যুবক দাঁড়িয়ে।
‘স্বাগতম, আমার আকা।’ বললো যুবক। ‘আমি এই চেরাগের জ্বিন। আপনার তিনটি ইচ্ছা আমি পূরণ করতে চাই।
টিনা এক নিঃশ্বাসে বললো, ‘কোটি কোটি টাকা, দশটা বাড়ি, বিশটা গাড়ি।
জ্বিন বললো, ‘জো হুকুম। আপনি বাড়ি ফিরেই আপনার টাকা, বাড়ির দলিল আর গাড়ির লাইসেন্স তৈরি পাবেন। কিন্তু আমার আকা, আমি দীর্ঘদ
িন এই চেরাগে একা বন্দি ছিলাম। আপনি যদি কিছু মনে না করেন, আমি ইচ্ছাপূরণের আগে আপনার সাথে কয়েকবার আদরসোহাগ করতে চাই।’
টিনা সানন্দে রাজি হলো। পরদিন ভোরে জ্বিন বললো,
‘আমার আকা, আপনার বয়স কত?
‘সাতাশ।’ জবাব দিলো টিনা।
‘এই বয়সেও আপনি জ্বিনভূত বিশ্বাস করেন?’ :P
------------------------------

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক ছেলে হোঁচট
খেয়ে রাস্তার পাশে দাঁড়ানো এক গরুর পায়ের
কাছে গিয়ে পড়ল। পাশেই একটি সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছিল।
সেটা দেখে মেয়েটি বললঃ
- কি ব্যাপার? বড় ভাইয়ের পা ধরে সালাম করছেন নাকি?
.
.
ছেলেঃ জি ভাবী। :P
-----------------------------

স্বামী :আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবোনা। কি জানতে চাও বলো?
স্ত্রী:আমিও। আচ্ছা আমাদের বিয়ের আগে তোমার কি কোন মেয়ের সাথে সম্পর্ক ছিল?
স্বামী: না, তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কি!
স্ত্রী: তাই তো বলি তোমাকে এতো পরিচিত পরিচিত লাগছে কেন!!!!
---------------------

পাপ্পু কথা বলছে বাবার সাথে....
পাপ্পুঃ আব্বা গুড নিউজ!!
বাবাঃ কি??
পাপ্পুঃ আপ্নের মনে আছে? আপনি বলছিলেন আমি যদি পরীক্ষাতে পাস করি তাইলে আমাকে ৫০০০ টাকা দিবেন??
বাবাঃ হুম!!
.
.
.
পাপ্পুঃ আপনার ওই ৫০০০ টাকা বাঁইচা গেছে :P :P