মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১১৪- ৯০০০ টাকার লেহেঙ্গা

একটা কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে ১০০ জন
লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে।
কিন্তু খাবার দিতে গিয়ে দেখা গেলো প্রায়
২০০ জন লোক। তখন অনুষ্ঠানের আয়োজক
গিয়ে জিজ্ঞেস করল আপনাদের মধ্যে বরপক্ষ কারা?
৩০-৪০ জন দাঁড়ালো। এরপর তিনি জিজ্ঞেস করলেন
কন্যাপক্ষ কারা? আরও ৩০-৪০ জন দাঁড়িয়ে গেলো। নয়ন ভাই হাসিমুখে বললেন
.
.
''দয়া করে আপনারা বেরিয়ে যান। এটা আমার ছোট ভাইয়ের জন্ম দিনের অনুষ্ঠান।''
-----------------------------------

একটি মোরগ একটি মুরগিকে তাড়া করছিল, আর মুরগির মালিক দাড়িয়ে দাড়িয়ে তা দেখছিল,, তো মোরগ মুরগিকে তাড়া করতে করতে ধরতে পারছেনা,,

হঠাৎ মুরগিটি একটি গাড়ীর নিচে পড়ে মারা গেল,, আর তখনই মুরগির মালিকের
চিৎকার...

বাহ..!! সাবাস মুরগি,,সাবাস। জীবন দিলি,, তবুও ইজ্জত দিলি না...!!
---------------------------------

মেয়ে :-আমার মোবাইলটা বেশির ভাগসময় আম্মুর হাতে থাকে |
.
.
ছেলে:- তাহলে তো বিপদ, যদি ধরা পইরা যাই |
মেয়ে :-চিন্তা করো না আমি তোমার নাম Low bettery নামে Save করে রাখছি , তুমি কল করলেই আম্মু আমার কাছে ফোন চার্জ দিতে বলে
-------------------------------

"একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পিকনিকে গেল....।। সেখানে রাস্তায় হোঁচট
খেয়ে পড়ে গিয়ে ছেলেটি জখম হলো, তার পা থেকে রক্ত বেরোতে থাকলো....
ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে থাকলো.....
( বেচারা সিনেমায় অনেক দেখেছে, তাই সে ভাবতে লাগলো এখুনি তার
গার্লফ্রেন্ড ওড়না ছিঁড়ে বেঁধে দেবে.... )
মেয়েটি তার বয়ফ্রেন্ডের চোখের ভাষা বুঝতে পেরে বললঃ জানু......
.
প্লিজ এমনটা ভেবো না, এটা আমার ৯০০০/- টাকার লেহেঙ্গা...!
---------------------------------